× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

'নারীরা মাদকাসক্ত হলে পরিবারের সব স্বপ্ন নষ্ট হবে'

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩ ২২:০৪ পিএম

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩ ২২:৪২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নারী মাদকে আসক্ত হয়ে পড়লে একটি পরিবারের সমস্ত স্বপ্ন নষ্ট হয়ে যাবে। তাই নারীদেরকে মাদকাসক্ত হওয়া থেকে দূরে রাখতে হবে। নারীরা ক্ষতিগ্রস্থ হলে সমাজের সকলেই ক্ষতিগ্রস্থ হবে।

রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর শ্যামলী ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সভাকক্ষে মাদকাসক্ত নারীদের চিকিৎসা পরবর্তী পুনর্বাসনের উদ্দেশ্যে ভোকেশনাল ট্রেনিং কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। 

ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক মো. মাসুদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ঢাকা মেট্রো (দক্ষিণ) অতিরিক্ত পরিচালক মো. মজিবুর রহমান পাটোয়ারী। এ সময় ঢাকা আহ্ছানিয়া মিশনের ভোকেশনাল ট্রেনিংয়ের টিম লিডারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথির বক্তব্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক মো. মাসুদ হোসেন বলেন, ‘নারীরা যাতে মাদকাসক্ত হয়ে না পড়ে সে বিষয়ে নজর রাখতে হবে। যারা ইতোমধ্যে মাদকের সঙ্গে জড়িয়ে পড়েছেন, সঠিক চিকিৎসা নিয়ে অন্ধকার জগৎ থেকে আলোর পথে ফিরে আসেন।

এ সময় তিনি আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পূনর্বাসন কেন্দ্রের উদ্যেগের প্রশংসা করেন। এ সুযোগ গ্রহণ করে অনেক মাদকাসক্ত নারী মুল ধারায় ফিরবেন বলে প্রত্যাশা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালকের। 

অতিরিক্ত পরিচালক মো. মজিবুর রহমান পাটোয়ারী বলেন, ‘মাদকাসক্তি থেকে সবাইকে দূরে রাখতে এই ধরণের উদ্যেগের প্রতি গুরুত্ব দেওয়া দরকার।’

নারীদের মাদকমুক্ত করার পাশাপাশি; সমাজের মূল ধারায় তারা যাতে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করে ও প্রতিষ্ঠিত হতে পারে, সেই লক্ষ্যে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সহযোগিতায় আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পূনর্বাসন কেন্দ্র এ আয়োজন করেছে। আগামী ১ অক্টোবর থেকে শুরু হয়ে নিয়মিতভাবে এই কার্যক্রম চলতে থাকবে। যার মধ্যে রয়েছে রান্না কোর্স (কনফেকশনারী ও চাইনিজ আইটেম) ও ব্যবসা ব্যবস্থাপনা প্রশিক্ষণ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা