× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তেজগাঁওয়ে গুলিবিদ্ধ আইনজীবী

একদিকে জীবনের সংকট অন্যদিকে টাকার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩ ২২:৪৬ পিএম

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩ ০০:৫৯ এএম

রাজধানীর তেজগাঁওয়ে গুলিবিদ্ধ হয়ে আইনজীবী ভুবন চন্দ্র শীল রয়েছেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। হাসপাতালে তার জ্ঞান ফেরার অপেক্ষায় স্ত্রী ও কন্যা। ছবি : সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ে গুলিবিদ্ধ হয়ে আইনজীবী ভুবন চন্দ্র শীল রয়েছেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। হাসপাতালে তার জ্ঞান ফেরার অপেক্ষায় স্ত্রী ও কন্যা। ছবি : সংগৃহীত

পথচারী হয়ে সেই রাতে বাসায় ফিরছিলেন আইনজীবী ভুবন চন্দ্র শীল। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই মাথায় গুলিবিদ্ধ হয়ে এখন তিনি হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন। বিপদ এভাবে অতর্কিতেই হানা দিয়েছে ভুবন চন্দ্র শীলের পরিবারে। স্বজনরা জানেন না, ভুবন বেঁচে ফিরবেন কি না। এমন অনিশ্চয়তা নিয়েই একমাত্র মেয়ে ভূমিকা চন্দ্র শীলকে নিয়ে দুই দিন ধরে হাসপাতালের সিঁড়িতে অপেক্ষায় আছেন রত্না রানী শীল।

হাসপাতালে ভুবনের স্ত্রী রত্না রানী শীল বলেন, কোনো আশার কথা বলছেন না ডাক্তাররা। তারা যদি বলতেন, আপনি এক পারসেন্ট আশা করতে পারেনÑ তাহলেও আমি মনটাকে সান্ত্বনা দিতে পারতাম। কিন্তু এখন পর্যন্ত সেই আশাটা পাচ্ছি না। 

সোমবার (২০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের ব্যস্ত সড়কে ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী ঘটনায় আচমকা গুলিবিদ্ধ হন আইনজীবী ভুবন চন্দ্র শীল। একটি মোটরসাইকেলে করে রাস্তার উল্টোপাশ দিয়ে আরামবাগের মেসে ফিরছিলেন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ভুবনের স্ত্রী রত্না রানী শীল বাদী হয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলা করেছেন।

রত্না রানী গতকাল বুধবার প্রতিদিনের বাংলাদেশকে জানান, দুদিনেও ভূবনের স্বাস্থ্যের কোনো উন্নতি নেই। এরই মধ্যে হাসপাতালের বিল লাখ টাকা ছাড়িয়ে গেছে। অথচ ভুবনের সঞ্চয় বলতে কিছু নেই। দুই চার হাজার টাকা দেওয়ার সামর্থ্যও তাদের নেই। ফলে চিকিৎসার খরচ জোগানোর দুশ্চিন্তাও চেপে বসেছে পরিবারের সদস্যদের মাথায়। 

রত্না রানী সেই রাতের কথা জানাতে গিয়ে বলেন, অফিসে থাকতেই উনি (ভুবন) আমাকে ভিডিও কল দিয়ে বলেনÑ আমার মেয়েকে দেখাও। আমি বলি, তোমার মেয়ে ঘুমাচ্ছে। এখন কীভাবে দেখাব। মেয়ে সারা দিন কোচিং করে টায়ার্ড; তাই ঘুমিয়ে পড়ছে। তখন উনি বলেন, রাত ১০টার পরে কল দিব, তখন কিন্তু আমি আমার মেয়ের সাথেই কথা বলব। তোমার সাথে কথা বলব না। তার সর্বশেষ কথা ছিলÑ ‘কিছুক্ষণ পরেই অফিস থেকে বের হব। জানি না জীবনে আর কখনও তার সঙ্গে কথা বলতে পারব কি না!

হাসপাতালে ভুবনের চিকিৎসায় দৌড়ঝাঁপ করছেন রত্নার ছোট ভাই তাপস কান্তি। তিনি বলেন, ওনার (ভুবন) ব্রেন কোনো কাজ করছে না, গত দুই দিন ধরে চিকিৎসকরা এই একই কথা বলছেন। আমার ভগ্নিপতির এক বন্ধু আছেন নিউরোলজিস্ট, উনিও কালকে এসে দেখে গেছেন। যাওয়ার সময় বলে গেছেন, আসলে তোমাদের কোনো আশার কথা শোনাতে পারছি না। বাকিটা ওপরওয়ালার হাতে। 

তাপস আরও বলেন, সোমবার রাত ২টার দিকে ভুবনকে পপুলারে ভর্তি করা হয়েছে। ওই রাত থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ৯৩ হাজার টাকা বিল হয়েছে। বুধবার সেটা লাখ টাকা ছাড়িয়ে গেছে। ভুবনই পরিবারের একমাত্র উপার্যনক্ষম ব্যক্তি। পরিবারের আর্থিক অবস্থা তেমন ভালো না। হঠাৎ কেউ অসুস্থ হলে যে লাখ টাকা খরচ করবে এমন সামর্থ্য তার পরিবারের নেই। ফলে তার চিকিৎসা খরচ মেটানো দিয়ে দুশ্চিন্তায় আছি।

গুলিতে আহত হওয়ার পর আইনজীবী ভুবনকে হাসপাতালে নিয়ে যান ভাড়ার মোটরসাইকেল চালক মো. শামীম। তার বরাত দিয়ে তাপস জানান, মিরপুর শেওড়াপাড়া থেকে শামীমের মোটরসাইকেলে আরামবাগ এলাকার বাসায় ফিরছিলেন ভুবন। পথে তেজগাঁও শিল্পাঞ্চল বিজি প্রেসের সামনে দুটি বিকট শব্দ হয়। পরে শামীম দেখেন, মোটরসাইকেলে থাকা ভুবন হেলে পড়ে আছেন। মাথা থেকে রক্ত ঝরছে। অন্য একটি গাড়িতে করে তাকে দ্রুত শমরিতা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ভুবনকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই সাহিদুল ইসলামসহ ঢাকা মেডিকেলে নিয়ে যান। খবর পেয়ে স্বজনরা মেডিকেলে ছুটে যান। সেখানকার চিকিৎসকরা বলেন, একটা অপারেশন করতে হবে। আপনারা ব্লাডের ব্যবস্থা করেন। অপারেশনের প্রস্তুতির মধ্যেই চিকিৎসকরা জানান রোগী অপারেশন করার মতো অবস্থায় নেই। ওনাকে দ্রুত আইসিইউতে নিতে হবে। ঢাকা মেডিকেলে আইসিইউ খালি না থাকায় তাকে পপুলার হাসপাতালে নেওয়া হয়। 

তাপস বলেন, আমার বোনও অসুস্থ। দীর্ঘদিন গাইনি সমস্যায় ভুগছেন। তাকে চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়ার কথা ছিল। আর্থিক সমস্যার কারণে দেরি হচ্ছিল। 

ভুবন চন্দ্র শীলের গ্রামের বাড়ি নোয়াখালী সদর উপজেলায়। তিনি গোমতী টেক্সটাইলের লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে কর্মরত। মতিঝিলের আরামবাগ এলাকার একটি মেসে ভাড়া থাকতেন। একমাত্র মেয়ে ভূমিকাকে নিয়ে তার স্ত্রী গ্রামের বাড়িতে থাকেন। মেয়ে এ বছর এসএসসি পাস করে নোয়াখালী মহিলা কলেজে ভর্তি হয়েছে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা