প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৫৪ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩ ২০:০৪ পিএম
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শিপন আহমদ ওরফে ছইফ উদ্দিন। ছবি : সংগৃহীত
ঢাকার আশুলিয়া থেকে শিপন আহমদ ওরফে ছইফ উদ্দিন নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। শনিবার (১৭ সেপ্টেম্বর) মধ্য রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
শিপন আহমদ ওরফে ছইফ উদ্দিনের গ্রামের বাড়ি মৌলভীবাজারের বড়লেখা থানার মুদৎপুরে। বর্তমানে তিনি ঢাকার সাভার থানার পূর্ব ভবানীপুরে বাস করেন।
এটিইউর এসপি (অপারেশনস) মোহাম্মদ ছানোয়ার হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চত করেন।
তিনি বলেন, ২০০২ সালের মে মাসে মৌলভীবাজারের বড়লেখা থানা এলাকায় বেল্লাল হোসেন নামে এক ব্যাক্তিকে ছুরিকাঘাতে হত্যা করেন শিপন। এ ঘটনায় ওই বছরের ১২ মে বড়লেখা থানায় একটি হত্যা মামলা হয়। মামলা হওয়ার পর থেকেই শিপন আত্মগোপনে চলে যান। ২০০৪ সাল থেকে পরবর্তী ৪ বছর সৌদি আরব ও ২০১২ সালে ৭ মাস কাতারে ছিলেন। পরে শিপন দেশে ফিরে জাতীয় পরিচয়পত্রে নাম পরিবর্তন করে মানিকগঞ্জ ও ঢাকার বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। মামলার বিচার কার্য শেষে শিপনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালত যাবজ্জীবন সাজা প্রদান করে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন।
শিপন আহমদ ওরফে ছইফ উদ্দিনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।