× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাসস্থান ফিরে পাওয়ার দাবিতে সিটি পল্লীর বাসিন্দাদের মানববন্ধন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৫৩ পিএম

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩ ২০:১২ পিএম

বাসস্থান ফিরে পাওয়ার দাবিতে মানববন্ধন আয়োজন করেন সিটি পল্লীর ২৩০ পরিবারের বাসিন্দারা। প্রবা ফটো

বাসস্থান ফিরে পাওয়ার দাবিতে মানববন্ধন আয়োজন করেন সিটি পল্লীর ২৩০ পরিবারের বাসিন্দারা। প্রবা ফটো

রাজধানীর যাত্রাবাড়ীর ৪৯ নম্বর ওয়ার্ডের ১ নম্বর সিটি পল্লীর বাসিন্দারা নিজেদের বাসস্থান ফিরে পাওয়ার দাবিতে মানববন্ধন করেছে। রবিবার (১৭ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন করেন সিটি পল্লীর ২৩০ পরিবারের বাসিন্দারা।

মানববন্ধনে বাসিন্দাদের প্রতিনিধি আলী হোসেন পলাশ বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ আমাদেরকে ১৯৯০ সালে ১ নম্বর সিটি পল্লীতে থাকার জায়গা দিয়েছেন। আমরা সেখানে দীর্ঘ ৩৪ বছর যাবত বসবাস করে আসছি। হঠাৎ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস আমাদেরকে বিনা নোটিশে সেখান থেকে উচ্ছেদ করে দিয়েছেন, আমাদের ঘর-বাড়ি ভেঙে দিয়েছেন। আমরা আজকে আট মাস ধরে রাস্তায় বসবাস করছি।

মেয়র আমাদের বলেছিল আমাদের পুনর্বাসন করবে। তিনি এটি মাথায় রেখেছেন। কিন্তু কেউ আমাদের কোনো খোঁজ-খবর নেয় না। আমরা সবাই দিন মজুর, খেটে খাওয়া মানুষ, কেউবা ভিক্ষা করে বা অন্যের বাসায় কাজ করে অথবা গার্মেন্টসে চাকরি করে। আমাদেরকে কেউ ঘর ভাড়া দিতে চায় না। আমাদেরকে মানুষ ঘৃণার চোখে দেখে। আমরা এখন এতই তুচ্ছ।’

তিনি আরও বলেন, ‘এখন মেয়র মহোদয়ের কাছে আমাদের একটাই দাবি, আমাদেরকে সিটি পল্লীতে পুনর্বাসন করা হোক। আমরা খুব কষ্টে জীবন যাপন করছি। আমাদের জন্ম ৪৯ নম্বর ওয়ার্ডে, আমরা সেখানেই থাকতে চাই।’

সিটি পল্লীর বাসিন্দা সুমি আক্তার বলেন, ‘আমাদের আজকে এমন অবস্থা যে, আমরা নর্দমার থেকেও জঘন্য। আমাদের কোনো থাকার জায়গা নাই। আমরা চাই আমাদের থাকার জায়গা ফেরত দেওয়া হোক।’

এ সময় আরও উপস্থিত ছিলেন বিথী আক্তার, মো. বাদল মিয়া, আবুল হোসেন, মো. রিয়াজ উদ্দিনসহ সিটি পল্লীর প্রায় শতাধিক বাসিন্দা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা