প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৫০ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৮:১৮ পিএম
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ‘টেস্টটিউব শিশুর’ (ইন ভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ) জন্ম হয়েছে। সরকারি কোনো হাসপাতালে এটাই প্রথম টেস্টটিউব শিশু জন্মের ঘটনা বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শিশুটি সুস্থ আছে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ঢামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক জানান, দুই সপ্তাহ আগে শিশুটি জন্ম নেয়। বর্তমানে শিশুটি অধ্যাপক ফাতেমা রহমানের তত্ত্বাবধানে সুস্থ আছে।
তিনি বলেন, ‘সরকারি হাসপাতালে এই প্রথম কোনো টেস্টটিউব বেবির জন্ম হলো। স্বাস্থ্যমন্ত্রী এ বিষয়ে পরে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানাবেন।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক বলেন, ’বন্ধ্যা নারীর মা হওয়ার আধুনিক পদ্ধতি হলো ইন ভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ। স্বাভাবিক প্রক্রিয়ায় সন্তান না হওয়ার কারণে অনেক দম্পতি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। অনেকে অনেকভাবে সন্তান জন্মদানের চেষ্টা করেন। বহু দম্পতি বন্ধ্যাত্বের চিকিৎসার জন্য ভারতে যান। দেশে বেসরকারি প্রতিষ্ঠানে বা ভারতে টেস্টটিউব শিশুর জন্য ব্যয় অনেক বেশি। কোনো নিম্নবিত্তের পক্ষে সেই ব্যয় বহন করা সম্ভব নয়। ঢাকা মেডিকেলের মতো সরকারি প্রতিষ্ঠানে এই সুযোগ তৈরি হওয়ায় নিম্নবিত্ত দম্পতিও এই চিকিৎসা সেবা নিতে পারবেন।’
বাংলাদেশে প্রথম টেস্টটিউব শিশুর জন্ম হয় ২০০১ সালে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। এরপর একাধিক বেসরকারি প্রতিষ্ঠানে এ পদ্ধতিতে শিশুর জন্ম হয়েছে। সরকারি প্রতিষ্ঠানের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেই প্রথম এ ধরনের কোনো শিশুর জন্ম হলো।