× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কৃষি মার্কেটে আগুনে ২১৭ দোকান ক্ষতিগ্রস্ত: ডিএনসিসি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩ ১২:৩১ পিএম

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩ ১৩:৩৬ পিএম

মোহাম্মদপুরের কৃষি মার্কেটে আগুনে পুড়ে ২১৭টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রাজা। প্রবা ফটো

মোহাম্মদপুরের কৃষি মার্কেটে আগুনে পুড়ে ২১৭টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রাজা। প্রবা ফটো

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে আগুনে পুড়ে ২১৭টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রাজা।

তিনি বলেন, ‘অবৈধ দোকানগুলো ফুটপাতে ছিল। আমাদের বরাদ্দ দেওয়া দোকান ছিল ৩১৭টি। এর মধ্যে এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি- ২১৭টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।’

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি।

ডিএনসিসি কর্মকর্তা দুই শতাধিক দোকান ক্ষতিগ্রস্তের কথা জানালেও ব্যবসায়ীদের দাবি, আগুনে মার্কেটের অন্তত ৫০০ দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

সেলিম রাজা বলেন, ‘মার্কেটের ব্যবসায়ী যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের তালিকা করছি। বিভিন্ন সংস্থা এগিয়ে আসবেন। আমরা সিটি করপোরেশনের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ব। যতটুকু সম্ভব ডিএনসিসির পক্ষ থেকে ব্যবসায়ীদের সহযোগিতা করা হবে।’

মার্কেটে অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা ছিল না। এ ঘটনায় সাংবাদিকরা সিটি করপোরেশনের ভূমিকা জানতে চাইলে তিনি বলেন, ‘ফায়ার সার্ভিসও বলেছে ভিতরে পর্যাপ্ত অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না। এ ব্যাপারে আমাদের সিটি করপোরেশনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল। এখানে বাজার সমিতি আছে, তাদেরকে আমরা এই কাজগুলো করার জন্য আমরা বার বার নির্দেশনা দিয়েছি, অনুরোধ করেছি। এই কাজগুলো না করার কারণেই আমরা এখন এর ভয়াবহতা দেখতে পাচ্ছি।’

মালিক সমিতি ও ব্যবস্থাপনা কমিটি দায়ী কিনা- জানতে চাইলে প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ‘এটা তদন্ত করে জানা যাবে কারা দায়ী ছিল। তদন্তেই সব বেরিয়ে আসবে।’

আরেক প্রশ্নের জবাবে বলেন, ‘যেই কমিটি তখন কাজ করেছে সে সময় এই মার্কেটটি তালিকায় ঢুকেনি। উত্তর সিটি করপোরেশনের আটটি ভবন ঝুঁকিপূর্ণ রয়েছে। ঝুঁকিপূর্ণ ভবন ও মার্কেটের ব্যাপারে ম্যাজিস্ট্রেটকে ১৫ দিন বা ১ মাসের মধ্যে ব্যবস্থা নিতে বলে দিয়েছি। এই ভবনগুলোতে ব্যবসায়ী এবং বসবাসকারী যারাই থাকুক তাদেরকে সেখান থেকে বের করে দিয়ে ভবনগুলোকে সিলগালা করে দিতে হবে। এই লক্ষ্যে আমরা ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছি। তারা দ্রুততম সময়ের মধ্যে কাজগুলো সম্পন্ন করবেন।’

এ বিষয়ে ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমান বলেছেন, ‘প্রশাসনের পক্ষ থেকে আমরা অতি দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্তদের একটি তালিকা করব। তারপর সরকারের পক্ষ থেকে তাদেরকে মানবিক সহায়তার করার চেষ্টা করব। আমরা এখনই মাঠে আছি। এটিই হলো আমাদের প্রথম উদ্যোগ।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা