প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩ ০৯:৪৯ এএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩ ১১:০১ এএম
প্রায় সাড়ে ৫ ঘণ্টা ধরে জ্বলছে রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেটের আগুন। তা নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট কাজ করছে। তাদের সহযোগিতায় সেনাবাহিনীর পাশাপাশি রয়েছে পুলিশ, বিজিবিও। তবে ভোরের দিকে লাগা আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকেও আগুন জ্বলছিল। চারদিক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে।
এদিকে আশপাশে পানি সংকটের কারণে আগুন নেভাতে সময় লাগছে ফায়ার সার্ভিস কর্মীদের। এ ছাড়া ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ।
ফায়ার সার্ভিসের দায়িত্বরত একজন কর্মকর্তা বলেন, আশপাশে পানির সংকটে আগুন নেভাতে সময় লাগছে।
আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। ধারণা করা হচ্ছে, এখন পর্যন্ত অন্তত ৩০০ দোকান পুড়েছে। আগুন থেকে বাঁচাতে কর্মচারীদের দোকানের মালামাল সরিয়ে নিতে দেখা গেছে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা করতে সেনাবাহিনীর সদস্যরা সেখানে যোগ দিয়েছেন। সেনাবাহিনী ছাড়াও উদ্ধারকাজে সহায়তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি ও বিমানবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে রয়েছেন।
আগুনে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।