প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩ ০৯:১৪ এএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩ ১১:০৭ এএম
প্রতীকী ছবি
রাজধানীর গুলশানে এসি মেরামতের কাজ করার সময় ১০ তলা থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গুলশান-২-এর ৩৫ নম্বর সড়কের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
গুলশান থানার উপপরিদর্শক (এসআই) শাকিল হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার রাতে গুলশান-২-এর ৩৫ নম্বর রোডের একটি বাড়ির ১০ তলার বাসায় এসি মেরামতের কাজ করছিলেন তেজগাঁওয়ের একটি এসি সার্ভিস সেন্টারের কর্মীরা। একপর্যায়ে অসাবধানতাবশত একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়লে আরেকজন তাকে বাঁচাতে যান। এ সময় দুজনই নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এসআই শাকিল জানান, মৃতরা হলেন ১৯ বছর বয়সি রাজীব ও ৩০ বছরের সোহেল। রাজীবের বাড়ি চাঁদপুর আর সোহেলের শেরপুর বলে প্রাথমিকভাবে জানা গেছে।
দুজনের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।