প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩ ০৮:৩৩ এএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩ ১০:৫৮ এএম
রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার পর এ আগুনের সূত্রপাত। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট কাজ করছে। এদিকে আগুন ভয়াবহ আকার ধারণ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশিদ বিন খালেদ বলেন, আগুন লাগার কারণ তাৎক্ষণিক জানা যায়নি।
তিনি জানান, রাত ৩টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ১২টি ইউনিট আগুন নেভাতে ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বাড়তে থাকলে আরও পাঁচটি ইউনিট যোগ দেয়।
আশপাশের বাসিন্দারা বলছেন, কৃষি মার্কেটের টিনশেড অংশে আগুন লেগেছে। এতে জুয়েলারি, কসমেটিকস, জুতা, কাপড়সহ বিভিন্ন পণ্যের ৩০০-এর বেশি দোকান পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস বলছে, আশপাশে পানির সংকটে আগুন নেভাতে সময় লাগছে।
মোহাম্মদপুর থানা পুলিশ জানায়, ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় সামাল দিতে তারা কাজ করছেন।
জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, উদ্ধারকাজে সহায়তার জন্য কয়েক প্লাটুন বিজিবি মোতায়ন করা হয়েছে।
এদিকে আইএসপিআর জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সহায়তায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।