× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দ্রুত নিয়োগের দাবিতে এনটিআরসিএর সামনে সুপারিশ প্রাপ্তদের অবস্থান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩ ১৩:৩৫ পিএম

এনটিআরসিএ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন চাকরিপ্রার্থীরা। প্রবা ফটো

এনটিআরসিএ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন চাকরিপ্রার্থীরা। প্রবা ফটো

চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নিয়োগের প্রাথমিক সুপারিশ প্রাপ্তদের দ্রুত নিয়োগের দাবিতে রাজধানীর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন চাকরিপ্রার্থীরা। আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে নিয়োগ না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে এই কর্মসূচি পালন শুরু করেন তারা। এ সময় দ্রুত নিয়োগের দাবিতে নানা স্লোগান দিতে থাকেন তারা। বেলা ১টার দিকে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন তারা।

জানতে চাইলে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ফোরামের সহসভাপতি মো. ইমরান খান বলেন, ‘প্রাথমিক সুপারিশের দীর্ঘ ছয় মাস অতিবাহিত হলেও এখনও আমাদের চূড়ান্ত সুপারিশ করা হয়নি। সেজন্য আমরা অবস্থান কর্মসূচি পালন করছি।’

তিনি বলেন, ‘আমরা এনটিআরসিএর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা নানা অজুহাত দেখাচ্ছেন। আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে নিয়োগ না দিলে আবার কঠোর কর্মসূচি ঘোষণা করব।’

এর আগে চলতি বছরের মার্চে এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ৩২ হাজার ৪৩৮ জনকে নিয়োগের প্রাথমিক সুপারিশ করা হয়। এর প্রায় দেড় মাস পর গত ২৭ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত প্রার্থীদের চূড়ান্ত সুপারিশের জন্য অনলাইনে ভি-রোল ফরম পূরণের নির্দেশ দেয় এনটিআরসিএ।

প্রার্থীদের সঠিকভাবে ভি-রোল ফরম পূরণের জন্য কয়েক দফা মেয়াদ বৃদ্ধি করা হয়। ভি-রোল ফরম পূরণ শেষে চূড়ান্ত সুপারিশের অনুমতি চেয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠায় এনটিআরসিএ। এখনও চুড়ান্ত অনুমোদন দেয়নি মন্ত্রণালয়। এই অবস্থায় আটকে গেছে নিয়োগ প্রক্রিয়া।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা