× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শেখ হাসিনার হাত শক্তিশালী করতে হবে : বিআরটিসি চেয়ারম্যান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩ ০০:১৭ এএম

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩ ১১:১৭ এএম

বিআরটিসির ট্রেনিং ইনস্টিটিউট চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। ছবি : সংগৃহীত

বিআরটিসির ট্রেনিং ইনস্টিটিউট চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। ছবি : সংগৃহীত

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান তাজুল ইসলাম

বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ট্রেনিং ইনস্টিটিউট চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

সভাপতির বক্তব্যে তাজুল ইসলাম বলেন, ‘আমি জাতির পিতার আদর্শে বিশ্বাসী। বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নন, সারা বিশ্বের নেতা। তিনি সব সময় মানুষকে নিয়ে ভেবেছেন এবং জীবন দিয়ে মানুষকে ভালোবেসেছেন। বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিজ অবস্থান থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করতে হবে।’

প্রধান অতিথি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী বলেন, ‘বাংলার মানুষের মুক্তিই ছিল বঙ্গবন্ধুর জীবনের মূল লক্ষ্য ও আদর্শ। সোনার বাংলা গড়তে হলে বঙ্গবন্ধুর আদর্শ মনে প্রাণে লালন করতে হবে। ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবার নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তাই বাঙালি জাতির জন্য আগস্ট একটি শোকাবহ মাস।’

অনুষ্ঠানে বঙ্গবন্ধুসহ তার পরিবারের নিহত সব শহীদের রুহের মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্মসচিব মণীন্দ্র কিশোর মজুমদার, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান, বিআরটিসির পরিচালক, জিএম, ডিজিএমসহ কর্মকর্তা ও কর্মচারীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা