এনবিআরের নারী কর্মকর্তাকে নির্যাতন
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩ ২১:৩৬ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৩ ২২:০৫ পিএম
ছবি : সংগৃহীত
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নারী কর্মকর্তা মাসুমা খাতুনকে রাস্তা থেকে তুলে নিয়ে রাতভর নির্যাতনের ঘটনায় করা মামলায় তার সাবেক গাড়িচালক মো. মাসুদসহ সহযোগীদের খুঁজছে পুলিশ। শনিবার (১৯ আগস্ট) রাজধানীর রমনা থানায় অপহরণ ও নির্যাতনের এ মামলা করেন মাসুমা। পুলিশ এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন, সাইফুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক ওরফে সাব্বির ও ইয়াছিন আরাফাত রাজু।
মামলার তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, মাসুদের পরিকল্পনায় মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিতে ওই নারী কর্মকর্তাকে অপহরণ করে নির্যাতন করা হয়।
নির্যাতনের শিকার মাসুমা খাতুন এনবিআরের যুগ্ম কমিশনারের (ট্যাক্স) কর অঞ্চল-২-এ কর্মরত আছেন। গ্রিন রোডের একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসা নিচ্ছেন।
পুলিশ জানায়, শুক্রবার রাত ৮টার দিকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সামনে মাসুমা ও তার গাড়িচালককে মারধর করে কয়েকজন। এরপর সেখান থেকে মাসুমাকে তুলে নিয়ে সবুজবাগ থানা এলাকার একটি গ্যারেজে ১৮ ঘণ্টা আটকে রাখে তারা। সেই সময় নির্যাতনে ওই নারী কর্মকর্তার পা ভেঙে যায়। তার চোখও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।
মামলার এজাহারে বলা হয়, ওই দিন বড় মগবাজার থেকে নিজের গাড়িতে করে সিদ্ধেশ্বরীর বাসায় ফিরছিলেন তিনি। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সামনে পৌঁছলে তাদের গাড়িতে ধাক্কা দেয় একটি মোটরসাইকেল। চালক গাড়ি থেকে নামলে সংঘবদ্ধ কয়েকজন চাবি কেড়ে নিয়ে গাড়িচালক আনোয়ার ও মাসুমাকে মারধর শুরু করে। এরপর আনোয়ারকে রেখে মাসুমা ও তার গাড়ি সবুজবাগের একটি গ্যারেজে নিয়ে যান অপহরকারীরা। মাসুমার মুখ টেপ দিয়ে আটকে রাতভর নির্যাতন করা হয়। পরদিন দুপুর ২টা পর্যন্ত তাকে আটকে রেখে নির্যাতন করা হয়। এজাহারে মাসুদসহ সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ’দুপুরের পর দুর্বৃত্তরা তাদের চক্রের দুই-তিনজনকে গাড়ি পাহারায় রেখে খাবার কিনতে যায়। ওই সুযোগে মাসুমা খাতুন গাড়ি থেকে নেমে চিৎকার শুরু করেন। এরপর আশপাশের লোকজন অপহরণকারীদের তিন সদস্যকে আটক করে পুলিশে খবর দিলে সবুজবাগ থানার পুলিশ মাসুমাকে উদ্ধার করে এবং ওই তিনজনকে গ্রেপ্তার করে।’ মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিতে মাসুমার সাবেক গাড়িচালক মো. মাসুদের পরিকল্পনায় এ ঘটনা ঘটে বলে জানান ওসি।
তিনি বলেন, ’মাসুদসহ অভিযুক্ত অন্যদের খোঁজে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। এ ছাড়া গ্রেপ্তার তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে।’
পুলিশ কর্মকর্তা আবুল হাসান বলেন, ’অপহরণের রাতে যুগ্ম কমিশনার মাসুমার কাছ থেকে দেড় লাখ টাকা এবং তার মোবাইল ছিনিয়ে নেয় চক্রটি। তাকে অপহরণ করতে পারলে মোটা অঙ্কের টাকা আদায় করা যাবে, মাসুদ তার সহযোগীদের এমন আশ্বাস দিয়েছিলেন।’