× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাঈদীর মৃত্যু নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা : ১৪ নাগরিকের উদ্বেগ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ আগস্ট ২০২৩ ১৮:৪৮ পিএম

আপডেট : ২০ আগস্ট ২০২৩ ১৯:০০ পিএম

দেলাওয়ার হোসাইন সাঈদী। ফাইল ছবি

দেলাওয়ার হোসাইন সাঈদী। ফাইল ছবি

মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু নিয়ে দেশি-বিদেশি কিছু সংগঠন মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত উল্লেখ করে উদ্বেগ জানিয়েছেন দেশের ১৪ বিশিষ্ট নাগরিক।

রবিবার (২০ আগস্ট) সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দীন ইউসুফ স্বাক্ষরিত বিবৃতিতে তারা এ বিষয়ে ক্ষোভ ও প্রতিবাদ জানান।

বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন- অধ্যাপক অনুপম সেন, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী, শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, সাংবাদিক আবেদ খান, অধ্যাপক শফি আহমেদ, ইতিহাসবিদ মুনতাসীর মামুন, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবীর ও সাধারণ সম্পাদক কাজী মুকুল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদ, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ও সাধারণ সম্পাদক আহকামউল্লাহ।

বিবৃতিতে তারা বলেন, ‘আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে সম্প্রতি একজন সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীর অসুস্থতাজনিত কারণে মৃত্যু হওয়ার পর দেশি-বিদেশি কিছু সংগঠন বিষয়টিকে নিয়ে অত্যন্ত ন্যাক্কারজনকভাবে বাংলাদেশবিরোধী ও শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে কল্পিত তথ্য পরিবেশন করে বিশ্বের সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত।’

তথাকথিত কিছু মানবাধিকার সংগঠন আশ্চর্যজনকভাবে এই মিথ্যাচার রচনায় বিশেষ ভূমিকা পালন করছে অভিযোগ করে তারা বলেন, ‘এই সংগঠনগুলো যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়াকে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে তুলনা করে বাংলাদেশের বিচার বিভাগকে হেয়-প্রতিপন্ন করতে তৎপর। তারা মহান মুক্তিযুদ্ধকে কালিমালিপ্ত করতে ও বাংলাদেশের অস্তিত্বকে হুমকির মুখে ফেলতে মুক্তিযোদ্ধাদের বিচারের সম্মুখীন করার মতো ঔদ্ধত্যপূর্ণ উচ্চারণ করছে; যা দেশের সার্বভৌমত্বের উপর সরাসরি আক্রমণ।’

সম্প্রতি যুক্তরাষ্ট্রের কয়েকজন কংগ্রেস সদস্য বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে মানবধিকার লঙ্ঘন ও অগণতান্ত্রিক আচরণের কথা উল্লেখ করে সেদেশের সরকারের দৃষ্টি আকর্ষণ করে স্যাংশন বা অবরোধ দেওয়ার প্রস্তাব করেছে। তারা বলেন, ‘যা শুধু ন্যাক্কারজনকই নয়, এটি একটি স্বাধীন রাষ্ট্রর সার্বভৌমত্বের ওপর সরাসরি হস্তক্ষেপ বলে আমরা বিবেচনা করি। দেশি-বিদেশি চক্রের এই ধরনের চক্রান্তের বিরুদ্ধে আমাদের ক্ষোভ ও তীব্র ঘৃণা প্রকাশ করছি।’

বিশিষ্টজনেরা বলেন, ‘আমাদের স্মরণে আছে যে, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশে পাকিস্তান কর্তৃক পরিচালিত জেনোসাইড, গণহত্যা ও যুদ্ধাপরাধকে তৎকালীন যুক্তরাষ্ট্র সরকার শুধু সমর্থনই করেনি, পাকিস্তান সরকারকে নানা ধরনের সাহায্য অব্যাহত রেখে তারাও পাকিস্তানি সেনাবাহিনীর মানবাধিকার লঙ্ঘনকে সহযোগিতা করেছে। তবে একথা ধন্যবাদের সঙ্গে উল্লেখযোগ্য যে যুক্তরাষ্ট্রের জনগণ, শিল্পী ও পেশাজীবী সম্প্রদায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করে গণহত্যা ও জেনোসাইডের বিরুদ্ধে সক্রিয় অবস্থান নিয়েছিল।’

বাংলাদেশের জনগণ বন্ধুরাষ্ট্র ভারতের সহযোগিতায় মুক্তিযুদ্ধে জয়লাভ করে ১৯৭১ সালে স্বাধীন প্রতিষ্ঠা করে মানবতার জয় নিশ্চিত করে বলে উল্লেখ করেন তারা। বিবৃতিতে আরও বলা হয়, ২০২৩-২৪ এর নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে বাংলাদেশে যেভাবে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়েছে, সেই যড়যন্ত্র নস্যাৎ করে দেশপ্রেমিক জনগণ বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা