× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংবিধানের ব্যত্যয় করে গণতন্ত্রকে আর ভূলুণ্ঠিত করা নয় : মেয়র তাপস

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১২ আগস্ট ২০২৩ ২১:৫৬ পিএম

আপডেট : ১২ আগস্ট ২০২৩ ২২:০১ পিএম

সংবিধানের ব্যত্যয় করে গণতন্ত্রকে আর ভূলুণ্ঠিত করা নয় : মেয়র তাপস

বিএনপির আন্দোলনের প্রসঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, আজকে তারা কথায় কথায় বলছে সংবিধান কিছু না, ইচ্ছা করলে ফেলে দিতে পারে, ইচ্ছা করলে পরিবর্তন করতে পারে। এটা স্বাভাবিক যে তারা এটাই বলবেন। কারণ তাদের ইতিহাস তাই। তাদের কাছে সংবিধানের কোনো মূল্য নেই। তাই জাতিগতভাবে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। সংবিধানের ব্যত্যয় করে গণতন্ত্রকে আর ভুলুণ্ঠিত করা যাবে না।

শনিবার (১২ আগস্ট) বিকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী অডিটোরিয়ামে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) উদ্যোগে আয়োজিত শোকসভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের উপনেতা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। সভাপতিত্ব করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি সোহেল হায়দার চৌধুরী।

শেখ ফজলে নূর তাপস আরও বলেন, ‘আমরা দেখতে পাই যে সেদিন কীভাবে মানবতা ভূলুণ্ঠিত হয়েছে। প্রতিহিংসা, জিঘাংসা না হলে এমন অমানবিক হত্যা করা যায় না। অত্যন্ত সুপরিকল্পিতভাবে ১৫ আগস্ট হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। এখন জানি কারা এই হত্যা করেছে এবং কারা এই হত্যার পেছনে রয়েছে। খুনি জিয়াউর রহমান কি ডেপুটি চিফ অব আর্মি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বরং যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছেন তাদের শেল্টার দিয়েছেন তিনি। বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে কাজ করেছেন তিনি। বিষয়গুলো জাতির কাছে আরও পরিষ্কার হবে।’

প্রধান অতিথির বক্তব্যে মতিয়া চৌধুরী বলেন, ‘১৫ আগস্টে বঙ্গবন্ধু শহীদ হওয়ার পর বাঙালিরা থেমে থাকেনি। পরবর্তী সময়ে জাতির পিতার কন্যার নেতৃত্ব গ্রহণ করে এদেশের জনগণ। সব প্রতিকূলতাকে উপেক্ষা করে শেখ হাসিনা এ দেশের মানুষের মাঝে যেমন ফিরে এসেছেন, তেমনি তার পিতার যে স্বপ্নগুলো পূরণ করে চলেছেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা