× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৫ আগস্ট হত্যাকাণ্ড নিয়ে আর্ট ক্যাম্প

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ আগস্ট ২০২৩ ০০:৪৮ এএম

আপডেট : ১২ আগস্ট ২০২৩ ১১:২৬ এএম

একজন আর্টিস্ট তার তুলির ছোঁয়ায় বঙ্গবন্ধুর মুখের প্রতিকৃতি ফুটিয়ে তুলছেন। প্রবা ফটো

একজন আর্টিস্ট তার তুলির ছোঁয়ায় বঙ্গবন্ধুর মুখের প্রতিকৃতি ফুটিয়ে তুলছেন। প্রবা ফটো

রাজধানীর ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে ‘১৫ আগস্ট হত্যাকাণ্ড : মানবসভ্যতার ইতিহাসে কলঙ্কজনক অধ্যায়’ শীর্ষক আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে দেশের খ্যাতিমান নবীন-প্রবীণ ৪০ জন শিল্পী অংশ নেন। জাতীয় শোক দিবস উপলক্ষে স্বাধীনতা চারুশিল্পী পরিষদ এর আয়োজন করে।

শিল্পীরা তাদের ক্যানভাসে নানা ভঙ্গিমায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে চিত্রিত করেন। তুলে ধরেন ১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ড। ১৯৭৫ সাল-পরবর্তী বাংলাদেশের বিভীষিকাময় পরিবেশও শিল্পীদের ক্যানভাসে উঠে আসে।

শুক্রবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় যৌথভাবে ক্যাম্পের উদ্বোধন করেন খ্যাতিসম্পন্ন শিল্পী মোহাম্মদ ইউনুস, তরুণ ঘোষ, বিপদ ভঞ্জন সেন কর্মকার, রণজিৎ দাস প্রমুখ।

আর্ট ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ টেলিভিশনের সাবেক পরিচালক শিল্পী জাহিদ মুস্তাফা, শিল্পী অধ্যাপক দুলাল চন্দ্র গাইন, আশরাফুল আলম পপলু প্রমুখ।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিনি বলেন, শিল্পীরা তাদের শিল্পকর্মের মাধ্যমে বঙ্গবন্ধুকে, জাতির পিতার পরিবারকে, ১৫ আগস্ট হত্যাকাণ্ড তুলে ধরছেন, যা ইতিহাস হয়ে থাকবে। আগামী প্রজন্ম এখান থেকে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারবে, জানতে পারবে ১৫ আগস্টের হত্যাকাণ্ড সম্পর্কে, কী ভয়াবহ ঘটনা সেদিন ঘটেছিল!

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা