প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩ ১৮:০৫ পিএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৩ ১৯:৫৬ পিএম
ছবি : আলী হোসেন মিন্টু
রাজধানীতে শুক্রবার (৪ আগস্ট) সকাল থেকেই বৃষ্টি শুরু হয়। দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত ৪১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। মুষলধারার বৃষ্টিতে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে নয়াপল্টন, তেজগাঁও, মালিবাগ, পল্টন, ফকিরাপুল, আরামবাগ, মতিঝিল, মিরপুরসহ বিভিন্ন জায়গায়। তা ছাড়া দেশের বিভিন্ন বিভাগীয় শহর চট্টগ্রাম, বরিশাল, রংপুরেও কয়েক দফা বৃষ্টি হয়েছে।
তেজগাঁও এলাকায় বৃষ্টিতে ভিজে মুসল্লিদের মসজিদে জুমার নামাজ আদায় করতে আসতে দেখা যায়। এতে অনেকেই ভিজে একাকার হয়ে যান।
সাঈদুর রহমান নামের এক মুসল্লি বলেন, ‘জুমার নামাজে আসতে আমাদের বেগ পেতে হয়েছে। তেজকুনিপাড়ার ছোট রাস্তাটিতে অনেক জায়গায় পানি জমে যায়। তাতে করে আমার মতো অনেকেই বিপাকে পড়েছেন।’
পুরান ঢাকার বাসিন্দা আলী হোসেন বলেন, ‘নাজিরা বাজার, বংশাল, নর্থ সাউথ রোড, বঙ্গবাজারের রাস্তা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। কদমতলীর জিয়া সরণির প্রধান সড়কের খাল ভরে রাস্তা তলিয়ে যেতেও দেখা যায়। তা ছাড়া উন্নয়নকাজ চলায় সায়েদাবাদের দয়াগঞ্জ, জুরাইন, মীরহাজিরবাগের মানুষরা দুর্ভোগে পড়েছেন। এসব জায়গায় উন্নয়নকাজ চলায় বৃষ্টিতে সব চেয়ে বেশি ঝুঁকিতে পড়েছে।’
তিনি বলেন, ‘অনেক সময় পানি জমে যাওয়ার কারণে রাস্তায় চলাচল করা মোটরসাইকেল, প্রাইভেট কারসহ বেশ কিছু গাড়ি বন্ধ হয়ে গিয়ে যানজটের সৃষ্টি করেছে। তা ছাড়া ম্যানহোলের ঢাকনা না থাকায় অনেককেই বিভিন্ন জায়গায় বিপদে পড়তে দেখা গেছে।’
মিরপুরের বাসিন্দা ওমর ফারুক বলেন, ‘সকাল থেকেই মিরপুরে বৃষ্টি হয়েছে। বেলা ৩টা পর্যন্ত বাসা থেকে বের হওয়ার সময় হালকা বৃষ্টির মুখোমুখি হয়েছি।’
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া সহকারী মহিউদ্দিন বলেন, ’আজ দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত ঢাকায় ৪১ মিলিমিটার ও ২৪ ঘণ্টায় ৫১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। চট্টগ্রামে ১ মিলিমিটার, বরিশালে ১০ মিলিমিটার, রংপুরে ১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে তেঁতুলিয়ায়; ৭১ মিলিমিটার।’
আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, ‘আগামী ১০ দিন (১৪ আগস্ট পর্যন্ত) থেমে থেকে বৃষ্টিপাত হবে। তার মধ্যে প্রথম পাঁচ দিন বৃষ্টিপাতের তীব্রতা থাকবে। পরের পাঁচ দিন কম বৃষ্টি হবে।’