× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাড়ার ৪ গুণ জায়গা দখল আওয়ামী লীগ নেতার

রাশেদুল হাসান

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩ ০১:০৯ এএম

আপডেট : ০৪ আগস্ট ২০২৩ ০১:১৫ এএম

সদরঘাটে ঢাকা নদী বন্দরের সম্প্রসারিত টার্মিনাল ভবনের ছাদে ৪ হাজার ৩৫ বর্গফুট জায়গা বরাদ্দ নিয়ে ১৭ হাজার ২৮৩ বর্গফুট জায়গায় রেস্টুরেন্ট। প্রবা ফটো

সদরঘাটে ঢাকা নদী বন্দরের সম্প্রসারিত টার্মিনাল ভবনের ছাদে ৪ হাজার ৩৫ বর্গফুট জায়গা বরাদ্দ নিয়ে ১৭ হাজার ২৮৩ বর্গফুট জায়গায় রেস্টুরেন্ট। প্রবা ফটো

সদরঘাটে ঢাকা নদী বন্দরের সম্প্রসারিত টার্মিনাল ভবনের ছাদে ৪ হাজার ৩৫ বর্গফুট জায়গা বরাদ্দ নিয়ে ১৭ হাজার ২৮৩ বর্গফুট জায়গায় রেস্টুরেন্ট বানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতা রাকিব হাসান সোহেল। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের অনুমতি না থাকলেও কোনো বাধাবিঘ্ন ছাড়াই এ কাজ করেছেন তিনি। 

সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকা নদী বন্দরের সম্প্রসারিত টার্মিনাল ভবনের ছাদে নিজ খরচে একটি আধুনিক রেস্টুরেন্ট নির্মাণ করার জন্য পাওয়ারবিটস লিমিটেড কম্প্রিহেনসিভ বিজনেস সল্যুশনস নামে একটি কোম্পানিকে মোট ৪ হাজার ৩৫ বর্গফুট জায়গা ভাড়া প্রদান করা হলেও তারা সঙ্গে আরও ১৩ হাজার ২৪৮ বর্গফুট জায়গা দখল করে একটি রেস্টুরেন্ট বানায়। বরাদ্দের জায়গায় বাণিজ্যিক রেস্তোরাঁ তৈরির অনুমোদন করা হলেও কোম্পানিটির কাছ থেকে ভাড়া আদায় করা হচ্ছে টার্মিনাল ভবনে মালামাল রাখার জায়গা ভাড়া হিসেবে।

তারা আরও জানিয়েছেন, এটি ভাড়া দেওয়ার জন্য কোনো দরপত্র আহ্বান করা হয়নি। কারণ অর্থ বিভাগ অনুমোদিত শুল্ক হারে ছাদ ভাড়া বা ইজারা দেওয়ার কথা বলা নেই। শুধু সাবেক ছাত্রলীগ নেতার আবেদনের ভিত্তিতে তাকে এ জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ ২০২১ সালের ১২ আগস্ট কোম্পানিটির সঙ্গে প্রতিবছর নবায়নের শর্তে পাঁচ বছর মেয়াদি একটি চুক্তি স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী প্রতি মাসের জন্য প্রতি বর্গমিটার ১৭২ দশমিক ৫০ টাকা হিসেবে মোট ৪ হাজার ৩৫ বর্গফুট বা ৩৭৫ বর্গমিটার জায়গার ভাড়া নির্ধারণ করা হয় মাত্র ৬৪ হাজার ৬৮৭ টাকা। গত পহেলা জানুয়ারি সদরঘাট টার্মিনালের ছাদে ‘বুড়িগঙ্গা রিভারভিউ রুফটপ’ নামের রেস্টুরেন্টটির উদ্বোধন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। 

নাম প্রকাশ না করার শর্তে সংস্থাটির একজন কর্মকর্তা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ক্ষমতাসীন দলের নেতা হওয়ায় অতিরিক্ত জায়গা দখল ও ব্যবহার নিয়ে কোনো কথা বলেননি সংস্থার লোকজন। পরে নিরীক্ষা অধিদপ্তর নিরীক্ষাকালীন এ সময়ে অতিরিক্ত জায়গা দখল ও ভাড়া না আদায় করার বিষয়ে আপত্তি জানায়। পরে গত বছরের ডিসেম্বরে এ বিষয়টি সমাধান করার জন্য একটি কমিটি করে দেওয়া হয়, যার আহ্বায়ক করা হয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সাজেদুর রহমানকে। 

অফিস আদেশ অনুযায়ী, এ কমিটিকে কোম্পানিটিকে আগের বরাদ্দ করা ৪ হাজার ৩৫ বর্গফুট জায়গায় উলম্বভাবে বর্ধিত করে ৬ হাজার বর্গফুট ডুপ্লেক্স নির্মাণ করায় তার ভাড়া এবং অতিরিক্ত আরও ৭ হাজার ২৪৮ বর্গফুট জায়গার ভাড়া কবে থেকে নির্ধারণ করা হবে তা নিরূপণ করাসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করতে বলা হয়। 

ওই কর্মকর্তা জানান, কমিটি মোট ১৭ হাজার ২৮৩ বর্গফুট বা ১ হাজার ৬০৬ বর্গমিটার জায়গার নতুন ভাড়া নির্ধারণ করেছেন ২ লাখ ৭৭ হাজার টাকা। তা এখনও বোর্ড সভায় পাস হয়নি। তবে এ বিষয়ে কোম্পানিটির কিছু আপত্তি আছে। শিগগিরই এটি বোর্ড সভায় তোলা হবে। 

এ বিষয়ে জানতে চাইলে এ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা মহানগর দক্ষিণের আওয়ামী লীগ নেতা রাকিবুল হাসান সোহেল গত বুধবার প্রতিদিনের বাংলাদেশকে বলেন , ‘আমরা যে স্ট্রাকচারটা ভাড়া নিয়েছি সেটা ইনডোর কিচেন ও ওয়াশ রুম। আর সামনের জায়গাটা ফাঁকা আছে যেখানে মানুষ নদীর ভিউটা দেখে। এখন বিআইডব্লিউর কথা হলো আমাদের ওই ফাঁকা জায়গটারও ভাড়া দিতে হবে। এখন যেহেতু তারা ভাড়া দিতে বলতেছে আমরা ভাড়া দেব এখন তারা যাচাইবাছাই করে ভাড়া নির্ধারণ করতে পারে। তারা নির্ধারণ করলে আমরা ভাড়া দেব।’ 

কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক এই সভাপতি আরও বলেন, ‘আমরা চেয়েছিলাম যে জায়গায় আমরা ভাড়া নিয়েছিলাম সেখানে ইনডোরটা করব, কারণ মানুষ তো বসতে হবে- তখন রোদ, বৃষ্টি আসবে। বাকি জায়গাটা ওপেন থাকবে। কিন্তু তারা বলছে, গেস্টরা এলে নদীর পাড়ে বসবে দেখবে এজন্য ওই জায়গারও ভাড়া দিতে হবে। তাই আমরা বাকি জায়গার জন্যও আবেদন করেছি, যা বোর্ড সভায় উঠেছে। ইনডোর করতে আমার ছাদ ঢালাই করতে হয়েছে। এটা আমার টাকায় করা। ওপরের জায়গাও যদি আপনি ভাড়া ধরেন… হলো ১১ হাজার স্কয়ার ফিট। লিফট সিঁড়ি বাদ দিলে হয় সাড়ে ৯ হাজার। তারা মনগড়া যদি ১৭ হাজার ধরে তাহলে আমি ভাড়া দিতে পারব না। আমি কোথা থেকে দেব? আমি সবকিছু সারেন্ডার করব।’ 

তিনি এ দাবি করলেও গত বুধবার সদরঘাট নতুন টার্মিনাল ভবনে তিনতলা থেকে ছাদে উঠতে গিয়ে দেখা যায় সিঁড়ির গোড়া থেকেই তাদের রেস্টুরেন্টের শুরু। ছাদের ওপর রেস্টুরেন্টে বসে খাওয়ার জন্য দুটি অংশ আছে। পূর্ব পাশে মাথার ওপর চেয়ার-টেবিল পেতে খাবার খাওয়ার আয়োজন করা হয়েছে। আর পশ্চিম পাশে ছাদে খাবার জন্য বদ্ধ ঘর তৈরি করা হয়েছে। পুরো ছাদই রেস্টুরেন্ট হিসেবে ব্যবহার হচ্ছে। 

এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক সাইফুল ইসলাম বলেন, ‘তারা ১৭ হাজার বর্গফুট নিয়েছে। ওরা যা করছে এটার একটা মাপজোক আমাদের কাছে আছে। বাদবাদি জায়গাটাও ওদেরকে একটা প্রসেসের মাধ্যমে ভাড়া দেওয়া হবে। ওরা মৌখিক অনুমোদন নিয়ে সেটা করেছে, লিখিত অনুমোদন নেয়নি। ওটা বোর্ড সভায় একবার গেছে, আবার যাবে। পুরো জায়গারই ফি ধার্য হবে। কবে থেকে এ পুরো জায়গার ফি কার্যকর হবে, সেটা জানানোর জন্য হেড অফিস থেকে দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা বন্দরকে। অডিট আপত্তি যেহেতু উঠেছে, না দিয়ে উপায় নাই।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা