× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হরিজনদের পুনর্বাসন করা না হলে আন্দোলনের হুঁশিয়ারি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ জুলাই ২০২৩ ২০:২৭ পিএম

আপডেট : ২১ জুলাই ২০২৩ ২০:৪৯ পিএম

হরিজনদের পুনর্বাসন করা না হলে আন্দোলনের হুঁশিয়ারি

ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের জন্য গোপীবাগ টিটিপাড়া হরিজন কলোনিতে দফায় দফায় উচ্ছেদ অভিযানের প্রতিবাদ জানিয়েছে গোপীবাগ হরিজন ঐক্য পরিষদ।

শুক্রবার (২১ জুলাই) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গোপীবাগ হরিজন ঐক্য পরিষদের সভাপতি পারদ লালের সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি মনীন্দ্র কুমার নাথ।

এ ছাড়া বক্তব্য দেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক বাপ্পাদিত্য বসু, ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হৃদয় চন্দ্র গুপ্ত, দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মতিলাল রায়, গোপীবাগ হরিজন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক লিটন দাসসহ অনেকে।

তারা বলেন, ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের জন্য গোপীবাগ টিটিপাড়া হরিজন কলোনিতে ২০১৯ সাল থেকে দফায় দফায় উচ্ছেদ করা হয়েছে। ২০১৯ সালে প্রথমে ১১২টি পরিবারকে উচ্ছেদ করা হয়। সে সময় উচ্ছেদকৃত পরিবারগুলোর তালিকা প্রণয়ন করা হলেও তাদের এই চার বছরে পুনর্বাসনের কোনো উদ্যোগ নেওয়া হয়‌নি। উপরন্তু পরবর্তী‌তে আরও ২৭‌টি প‌রিবার‌কে উচ্ছেদ করা হয়।

গত মা‌সে রেলমন্ত্রীর সঙ্গে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য প‌রিষ‌দের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত সাক্ষাৎ কর‌লে রেলমন্ত্রী আর কো‌নো বসতঘর ভাঙা হ‌বে না ব‌লে ঘোষণা দেন। একই সঙ্গে উচ্ছেদ করা হ‌রিজন প‌রিবার এবং ক‌লোনির বর্তমান বা‌সিন্দা‌দের সবাইকে বহুতল ভবন নির্মাণ ক‌রে পুনর্বাস‌নের ঘোষণা দেন। কিন্তু রেলমন্ত্রী তার প্রতিশ্রু‌তি রা‌খেন‌নি বলে সমাবেশ থেকে জানানো হয়।

পুনর্বাসন করা না হ‌লে এবং আর কো‌নো ঘর ভাঙা হ‌লে ক‌ঠোর আন্দোলনের দি‌কে যাওয়া ছাড়া হ‌রিজন‌দের সাম‌নে কো‌নো পথ খোলা থাক‌বে না বলেও সমাবেশ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়।

মানববন্ধন ও সমা‌বেশ শে‌ষে এক‌টি বি‌ক্ষোভ মি‌ছিল বের হ‌য়ে বি‌ভিন্ন সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে পুরানা পল্টন মো‌ড়ে এসে শেষ হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা