× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা-১৭ আসনে উপনির্বাচন

জয়ের পথে নৌকার আরাফাত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৩ ১৮:৪৯ পিএম

আপডেট : ১৭ জুলাই ২০২৩ ২১:০৭ পিএম

সোমবার বেলা ১১টায় রাজধানীর গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত। প্রবা ফটো

সোমবার বেলা ১১টায় রাজধানীর গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত। প্রবা ফটো

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোট গণনা শেষে এখন চলছে ফল ঘোষণা। ১২৪ কেন্দ্রের মধ্যে ১০৮ কেন্দ্রের ফল ঘোষণা হয়েছে। এতে এগিয়ে আছেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত। ১০৮ কেন্দ্রে তার প্রাপ্ত ভোট ২৪ হাজার ৪২১। আরাফাতের নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম পেয়েছেন ৪ হাজার ৮৮৫ ভোট।

এ ছাড়া জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান (লাঙ্গল) পেয়েছেন এক হাজার ১৮৫ ভোট, জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান (গোলাপ ফুল) ৭৭১ ভোট, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান (সোনালি আঁশ) ১৭৭, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আকতার হোসেন (ছড়ি) ৫৫ ভোট,  ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী তারেকুল ইসলাম ভূঞাঁ ৪৩ ও ডাব প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. রেজাউল ইসলাম স্বপন পেয়েছেন ৩৫ ভোট।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, নৌকা প্রতীকে প্রার্থিতা করছেন মোহাম্মদ এ আরাফাত; জাতীয় পার্টির লাঙল প্রতীকে সিকদার আনিসুর রহমান; বাংলাদেশ কংগ্রেসের রেজাউল ইসলাম স্বপন লড়ছেন ডাব প্রতীকে; তা ছাড়া বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আকতার হোসেন লড়ছেন ছড়ি প্রতীকে; জাকের পার্টির কাজী রাশিদুল হাসান লড়ছেন গোলাপফুল প্রতীকে; তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান লড়ছেন সোনালি আঁশ প্রতীকে; ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন তরিকুল ইসলাম ভূইয়া; একতারা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা