× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জমি বেচে মেয়েদের বিয়ে না দিয়ে পড়ালেখা করাতে হবে : মেয়র আইভী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ জুলাই ২০২৩ ১৯:৫১ পিএম

আপডেট : ১৫ জুলাই ২০২৩ ২০:৪৮ পিএম

নারীপক্ষের ৪০ বছরপূর্তি উপলক্ষে নারী সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিথিরা। প্রবা ফটো

নারীপক্ষের ৪০ বছরপূর্তি উপলক্ষে নারী সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিথিরা। প্রবা ফটো

মায়েদের দৃষ্টিভঙ্গি পাল্টালেই মেয়েরা অনেকদূর এগিয়ে যেতে পারবে। কারণ পরিবারই সামনে যাওয়ার পথে আমাদের বাধা হয়ে দাঁড়াবে। জমি বেচে এখনও পরিবারগুলো মেয়েদের বিয়ে দেয়, তা না করে জমি বেচে মেয়েকে পড়াশোনা করাতে হবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী।

শনিবার (১৫ জুলাই) নারীপক্ষের ৪০ বছরপূর্তি উপলক্ষে ‘মোরা আকাশের মতো সীমাহীন’ শিরোনামে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে আয়োজিত তরুণ নারী সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইভী বলেন, ‘আমাকে বলা হয়েছিল আমি নারী, পেরে উঠব না। আমি তখন সাহস নিয়ে এগিয়ে গিয়েছিলাম। প্রধানমন্ত্রীকে বলেছিলাম আমি জয়ী হব এবং বিপুল ভোটে জয়ী হব। জয়ী হয়েছি, তবে পথটা এত সহজ ছিল না। সমাজের নানা কথা আমাকেও শুনতে হয়েছে। আমার চরিত্র নিয়ে কথা উঠেছে। তাতেও পিছপা হইনি।’

তিনি আরও বলেন, সাহস না থাকলে কখনও সামনে যাওয়া যাবে না। আমার মা সাহসী ছিলেন। কেউ পাশে না থাকলেও তিনি ছিলেন। তাই আমিও সাহস পেয়েছি।

অনুষ্ঠানের অতিথি ব্যারিস্টার রাশানা ঈমাম বলেন, সবকিছু নিয়েই আইন আছে। যৌন হয়রানি রোধেরও আইন হয়েছে। হয়রানি নিয়ে রিপোর্ট কেউ করে না। সামাজিক দৃষ্টিভঙ্গি যদি ঠিক না হয় আইন থাকলেই কী হবে। পাঠ্যপুস্তকে আগে পরিবর্তন আনতে হবে।

অধ্যাপক নায়লা জামান বলেন, মুক্তিযুদ্ধে আহতদের সেবা প্রদান করেছি। একাত্তরের সুবাদে আমি আজ ডাক্তার। তারপর শিশুদের জন্য শিশু বিকাশ কেন্দ্রে মনোবিজ্ঞানী রাখার কথা বলেছিলাম। তখন অনেকেই আমার বিরোধিতা করেছেন। যৌন হয়রানির শিকার নারীদের নিয়ে কাজ শুরু করেছি। তাদের ট্রমা নিয়ে কাজ করেছি। প্রতিটি ক্ষেত্রেই বাধা এসেছে।

নারীপক্ষের সভানেত্রী ড. তাসনিম আজীমের সভাপতিত্বে ও সদস্য রেহানা সামদানীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, ব্যারিস্টার রাশানা ঈমাম, প্রাবন্ধিক ও গবেষক আফরোজা সোমা ও অধ্যাপক ডা. নায়লা জামান খান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা