× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলা একাডেমিতে ড. শহীদুল্লাহর স্মরণে অনুষ্ঠান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ জুলাই ২০২৩ ১৯:০৫ পিএম

বাংলা একাডেমিতে ড. শহীদুল্লাহর স্মরণে অনুষ্ঠান

শুধু ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ বা গবেষণায় নয়, বাংলা ভাষাভাষি মানুষের স্বাধিকার রক্ষার লড়াইয়েও ড. মুহাম্মদ শহীদুল্লাহ স্মরণীয় হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন বাংলা সাহিত্যের অগ্রণী কথাসাহিত্যিকরা। 

মঙ্গলবার (১১ জুলাই) সকালে ড. মুহাম্মদ শহীদুল্লাহর স্মরণ অনুষ্ঠানে তারা বলেছেন, চর্যাপদের ভাষা বিশ্লেষণ করে এর উদ্ভবকাল সম্পর্কে প্রচলিত বহু ভ্রান্ত ধারণা খণ্ডন করে গেছেন এ বহুভাষাবীদ।

এদিন সকালে বাংলা একাডেমির সৈয়দ ওয়ালীউল্লাহ সভাগৃহে বহুভাষাবিদ, জ্ঞানতাপস, শিক্ষাবিদ, গবেষক ও বাংলা একাডেমির স্বপ্নদ্রষ্টা ড. মুহম্মদ শহীদুল্লাহর স্মরণে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলা একাডেমি। সভায় বক্তৃতা দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক গোলাম মুস্তাফা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন। 

অধ্যাপক গোলাম মুস্তাফা বলেন, বাংলা ভাষা ও সাহিত্য ড. মুহাম্মদ শহীদুল্লাহর অবদানে নানাভাবে ঋদ্ধ। বিশেষত বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ ছিল তার গবেষক জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। ড. মুহাম্মদ শহীদুল্লাহ চর্যাপদের ভাষা বিশ্লেষণ করে এর উদ্ভবকাল সম্পর্কে প্রচলিত বহু ভ্রান্ত ধারণা খণ্ডন করে এর বৈজ্ঞানিক-বাস্তবভিত্তিক সময়কাল নির্ধারণ করেন, যা এখন বিশ্বব্যাপী স্বীকৃত। 

কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, ড. মুহম্মদ শহীদুল্লাহ তার সারাজীবনের সাধনায় আমাদের মাঝে সঞ্চার করেছেন মাতৃভাষা বাংলার প্রতি অপরিসীম মমতা। তিনি যেমন ভাষাতাত্ত্বিক কারণে আমাদের কাছে স্মরণীয়, তেমনি বাংলা ভাষার পক্ষে লড়াইয়ের জন্যও স্মরণযোগ্য। বৈরী বাস্তবতায় দাঁড়িয়ে তিনি অসমসাহসে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি জানিয়েছেন এবং আরবি ও রোমান হরফে বাংলা প্রচলনের তীব্র বিরোধিতা করেছেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা