× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিক্ষার্থীবান্ধব বাজেট প্রণয়নের দাবি ছাত্র ইউনিয়নের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ জুন ২০২৩ ২১:৪৯ পিএম

 শিক্ষার্থীবান্ধব বাজেট  প্রণয়নের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে  ছাত্র ইউনিয়ন। প্রবা ফটো

শিক্ষার্থীবান্ধব বাজেট প্রণয়নের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ছাত্র ইউনিয়ন। প্রবা ফটো

শিক্ষা উপকরণের দাম কমানো, শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২৫ ভাগ বরাদ্দ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ১৫ শতাংশ ট্যাক্স বাতিল করে শিক্ষাব্যয় সংকোচনের দাবিতে বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।  শুক্রবার (২৩ জুন) বিকালে বিক্ষোভ মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।

এরপর ছাত্র সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি দীপক শীলের সভাপতিত্বে ও সহকারী সাধারণ সম্পাদক প্রিতম ফকিরের সঞ্চালণায় বক্তব্য দেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক রেজোয়ান হক মুক্ত, সহকারী সাধারণ সম্পাদক লাভলী হক, ঢাকা মহানগর সংসদের সভাপতি শাহরিয়ার ইব্রাহিম মিমো, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক শাওন বিশ্বাস, মানিকগঞ্জ জেলা সংসদের সভাপতি রাসেল আহম্মেদ প্রমুখ।

দীপক শীল প্রস্তাবিত বাজেট প্রত্যাখান করে বলেন, ‘আমরা বারবার বলে এসেছি শিক্ষাখাতে জাতীয় আয়ের আট শতাংশ এবং মোট বাজেটের ২৫ শতাংশ বরাদ্দ দিতে হবে। কিন্তু শিক্ষাখাতের সঙ্গে সামরিক ও তথ্য-প্রযুক্তি খাতকে যুক্ত করা হয়েছে। এই সরকার দিন দিন শিক্ষা উপকরণের দাম বাড়াচ্ছে। যখন বেশি সংখ্যক শিক্ষার্থীকে শিক্ষায় অন্তর্ভুক্ত করার জন্য আরও প্রণোদনা দেওয়ার কথা ছিল, তখন খাতা-কলম কেনার সামর্থ্যটুকুও এই সরকার কেড়ে নিচ্ছে। সব শিক্ষাসামগ্রীর দাম ১০-১৫ শতাংশ পর্যন্ত বেড়েছে, ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন ও অন্যান্য ফি কয়েকগুণ বেড়েছে। এমন পরিস্থিতিতে খেটে খাওয়া মানুষের সন্তানদের লেখাপড়ার অধিকার কীভাবে নিশ্চিত হবে?’

তিনি আরও বলেন, নতুন বাজেট প্রস্তাবনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি কলেজ এবং বেসরকারি মেডিকেল কলেজের ওপরে ১৫ শতাংশ কর আরোপের প্রস্তাব করা হয়েছে। গত বছর একইভাবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ওপরে ১৫ শতাংশ কর আরোপের প্রস্তাবনা এসেছিল, পরে হাইকোর্টের নির্দেশনায় তা স্থগিত হয়। এর আগে ২০১০ এবং ২০১৫ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের থেকে ভ্যাট আদায়ের পায়তারা করা হলেও সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়ে সরকার ভ্যাট প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল। এই বাজেটের মধ্য দিয়ে সরকার শিক্ষার্থীদের অধিকার হরণ করেছে।



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা