× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সন্ধ্যা ৬টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের নির্দেশ মেয়র তাপসের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ জুন ২০২৩ ০০:০৩ এএম

আপডেট : ২১ জুন ২০২৩ ১২:১৪ পিএম

ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ফোকাস বাংলা ফটো

ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ফোকাস বাংলা ফটো

আসন্ন ঈদুল আজহার দিন সন্ধ্যা ৬টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণের নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এ লক্ষ্যে দুপুর ২টা থেকে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করতে সব কাউন্সিলরকে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রে পশুর বর্জ্য দ্রুত নিয়ে যেতে কাউন্সিলরদের তদারকি করতে নির্দেশ দিয়েছেন মেয়র।

মঙ্গলবার (২০ জুন) নগর ভবনের মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে করপোরেশনের দ্বিতীয় পরিষদের ২০তম বোর্ডসভায় তিনি এসব নির্দেশনা দেন।

মেয়র তাপস বলেন, ‘আপনারা গতবার অত্যন্ত সফলতার সঙ্গে নিজ নিজ ওয়ার্ড থেকে ২৪ ঘণ্টার মধ্যেই কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম সম্পন্ন করেছিলেন। এমনকি কে আগে বর্জ্য অপসারণ শেষ করতে পারেন সেজন্য আপনাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছিল। আমি আশা করি আপনারা এবারও নিজ উদ্যোগে এই পুরো কার্যক্রমটা তদারকি করবেন।’

তিনি বলেন, ‘বর্জ্য সংগ্রহে আমাদের নিবন্ধিত যে প্রতিষ্ঠানগুলো (পিসিএসপি) রয়েছে, আমরা এরই মধ্যে তাদের নিয়ে একটি সভা করেছি। আপনারা মাঠপর্যায়ে আমাদের পরিচ্ছন্নতা কর্মী ও পিসিএসপিগুলোকে নিয়ে দুপুর ২টায়ই যেন কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করা যায় তা নিশ্চিত করবেন।’

পশুর হাটের বর্জ্য সীমিত পরিসরে ঈদের রাতেই অপসারণ শুরু করার দিকনির্দেশনা দিয়ে মেয়র বলেন, ‘যেসব মহল্লায় ও এলাকায় পশুর হাট রয়েছে, সেসব পশুর হাট থেকে ঈদের রাত ১২টার আগেই আমরা বর্জ্য অপসারণ শুরু করতে চাই। রাত ১১টা, ১২টার পর হাটের পরিধি কমতে শুরু করে। পশু কমতে শুরু করে। সে ক্ষেত্রে অগ্রিম যদি আমরা কিছু বাঁশ খুলে কিছু জায়গা কমিয়ে ফেলতে পারি তাহলে পরবর্তী কাজটা আমাদের আরও সুবিধা হবে। না হলে একদিকে হাটের বর্জ্য, অন্যদিকে পশুর বর্জ্যদুটি অপসারণ কার্যক্রম করতে হিমশিম খেতে হয়।’

বোর্ডসভায় করপোরেশনের কাউন্সিলর ছাড়াও ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আশিকুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা