× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোটরসাইকেল পার্কিং নিয়ে বিতণ্ডা, তরুণকে পিটিয়ে জখম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুন ২০২৩ ০০:৫৪ এএম

আপডেট : ১৭ জুন ২০২৩ ১১:৩০ এএম

মোটরসাইকেল পার্কিং নিয়ে বিতণ্ডা, তরুণকে পিটিয়ে জখম

রাজধানীর রামপুরায় মোটরসাইকেল পার্কিং নিয়ে বাগবিতণ্ডার জের ধরে আবু ফাহাদ নামের এক তরুণকে দল বেঁধে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে বনশ্রী সোসাইটির নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে।

শুক্রবার (১৬ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। রাত ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে মামলা নেয়নি পুলিশ। 

তবে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম রাতে  দাবি করেন, এমন একটি ঘটনায় কয়েকজন থানায় আসলেও এখনও অভিযোগ দেননি। তিনি বলেন, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন ব্যক্তিদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

ফাহাদের স্বজনদের অভিযোগ, সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বয়ানের পরও মামলা না নিয়ে বিকাল থেকে তাদের থানায় বসিয়ে রেখেছে রামপুরা থানা পুলিশ। ইতোমধ্যে তিনবার এজাহার লিখে পরিবর্তন করা হয়েছে।

মুন্না নামের এক স্বজন জানান, সকালে ফাহাদ তার কর্মস্থল ফরাজী হাসপাতালের বিপরীতে রেস শো রুমের পাশে মোটরসাইকেল পার্কিং করছিলেন। ওই সময় বনশ্রী সোসাইটির একজন নিরাপত্তা কর্মী এসে বাধা দেন এবং বাইক সরিয়ে নিতে বলেন। না হলে তিনি তার নামে মামলা দেবেন বলেও হুমকি দেন। এর কিছুক্ষণ পর ফাহাদ বাইকটি সরিয়ে নেন। এরপর সে ওই নিরাপত্তা কর্মীকে বলেন, আপনি যে আমাকে মামলার হুমকি দিলেন এখন তো দেখছি আপনার মাথায় হেলমেট নাই। আপনার নামে আমি থানায় অভিযোগ করব ও মামলা দেব। এ কথা বলার সঙ্গে সঙ্গে ওই নিরাপত্তাকর্মীর সঙ্গে থাকা ছয়-সাতজন তাকে বেধড়ক পেটায়। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি।

তিনি বলেন, ‘এই মুহূর্তে আমরা রামপুরা থানার ভেতরে অবস্থান করছি। বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে কথা হচ্ছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা