× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবি

শাহবাগে আন্দোলনকারীদের ওপর ‘লাঠিচার্জ’, আটক ৯

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১০ জুন ২০২৩ ২২:৪৬ পিএম

আপডেট : ১১ জুন ২০২৩ ১৫:০৬ পিএম

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে শাহবাগে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধরা। সাড়ে ৫ ঘণ্টা অবরোধ করে রাখার কারণে সৃষ্টি হয় তীব্র যানজট। পরে আন্দোলনকারীদের সরিয়ে দেয় পুলিশ। প্রবা ফটো

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে শাহবাগে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধরা। সাড়ে ৫ ঘণ্টা অবরোধ করে রাখার কারণে সৃষ্টি হয় তীব্র যানজট। পরে আন্দোলনকারীদের সরিয়ে দেয় পুলিশ। প্রবা ফটো

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করাসহ তিন দফা দাবিতে শাহবাগে সড়ক অবরোধ করা চাকরিপ্রত্যাশীদের ওপর লাঠিচার্জের অভিযোগ উঠেছে। আন্দোলনকারীরা বলছেন, অন্তত ১০ জন আহত হয়েছেন। আটক করা হয়েছে ৯ জনকে। তবে পুলিশ বলছে, লাঠিচার্জ করা হয়নি। মানুষের ভোগান্তি কমাতে বাঁশি বাজিয়ে তাদের সরিয়ে দেওয়া হয়েছে।

শনিবার (১০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জড়ো হন দেড় শতাধিক চাকরিপ্রত্যাশী। ‘চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের ব্যানারে’ সমাবেশ করেন তারা। এ সময় সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর, অবসরের বয়সসীমা বৃদ্ধি, চাকরিতে আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদে বঙ্গবন্ধুর নামে বঙ্গবন্ধু ল’ কমপ্লেক্স (বঙ্গবন্ধু চেয়ার এবং একটি ম্যুরাল) স্থাপনের দাবি জানানো হয়।

বেলা আড়াইটার দিকে সমাবেশ শেষে ফটোকপি করা সার্টিফিকেট ছিঁড়ে প্রতিবাদ জানান বিক্ষুব্ধরা। পরে মিছিল নিয়ে রাজু ভাস্কর্য হয়ে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় শাহবাগ-সাইন্সল্যাব রোডসহ আশপাশের এলাকায়। গন্তব্যে পৌঁছাতে চরম ভোগান্তির শিকার হন কর্মস্থল থেকে ফেরা মানুষ। রাত সাড়ে ৮টার দিকে পুলিশ আন্দোলনকারীদের ওপর ‘লাঠিচার্জ’ করে ধাওয়া দেয়। পরে রাত পৌনে ৯টার দিকে শাহবাগ সড়কে যান চলাচল শুরু হয়।



আন্দোলনকারী শরিফুল ইসলাম শুভ বলেন, ‘পুলিশ আমাদের ওপর লাঠিচার্জ করেছে। আমাদের ৮-১০ জনকে আটক করেছে। আমরা দাবির কথা দীর্ঘদিন ধরে জানিয়ে আসছিলাম। কিন্তু সরকার আমাদের দাবির কোনো সন্তোষজনক পদক্ষেপ নেয়নি। তাই আমরা আন্দোলনে নেমেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।’

শাহবাগ থানা সূত্রে জানা গেছে, ৯ জনকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। তারা হলেন-আব্দুর রহমান, আরিফ হোসেন, আবু বকর ছিদ্দিক, রোকন হোসেন, শরিফুল হাসান শুভ, তাসনিমুল হাসান অর্নব, রাকিবুল হাসান, মো.মামুন রশিদ রতন ও মো. জাকির হোসন।

আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার পর ব্রিফিংকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার আশরাফ হোসেন বলেন, ‘সারাদিন তারা আন্দোলন করেছে। রাস্তা অবরোধ করে রেখেছে। তারা চরম ভোগান্তি তৈরি করেছে। তাদেরকে আমরা রিকয়েস্ট করেছি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গেও আমরা যোগাযোগ করে দিয়েছি। কথা বলার পর আন্দোলন উঠিয়ে নেওয়ার কথা থাকলেও তারা ফের আন্দোলন শুরু করে। আমরা জনভোগান্তির কথা চিন্তা করে সতর্ক বার্তা দিই। তোমাদের দাবি শুনবে মন্ত্রণালয়। আমরা কোনো লাঠিচার্জ করিনি। আমরা তাদেরকে হুইসেল বাজিয়ে তাদেরকে এখান থেকে সরাতে পেরেছি। আমি জানি না কেউ আটক হয়েছে কি-না, হলে কয়জন হয়েছে। এসব জানতে আমার সময় লাগবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা