× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘ডেইলি স্টার কর্তৃপক্ষকে তাপসের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ জুন ২০২৩ ১৯:২২ পিএম

আপডেট : ১০ জুন ২০২৩ ১৯:৫৬ পিএম

কারওয়ান বাজারে শনিবার সংবাদ সম্মেলন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের আইনজীবীরা। সংগৃহীত ফটো

কারওয়ান বাজারে শনিবার সংবাদ সম্মেলন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের আইনজীবীরা। সংগৃহীত ফটো

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে নিয়ে প্রকাশিত একটি আর্টিকেলের (রম্য রচনা) জন্য ডেইলি স্টার কর্তৃপক্ষকে নিঃশর্ত ক্ষমা চাইতে বললেন তাপসের আইনজীবী ব্যারিস্টার মেজবাহুর রহমান। এজন্য আগামী ১৩ জুন পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। অন্যথায় ইংরেজি দৈনিকটির বিরুদ্ধে ১০০ কোটির টাকা মানহানির মামলা করা হবে বলে জানিয়েছেন ব্যারিস্টার মেজবাহুর রহমান।

শনিবার (১০ জুন) রাজধানীর কারওয়ানবাজারে বিএসইসি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানান তিনি। এতে আরও উপস্থিত ছিলেন তাপসের আইনজীবী প্যানেলের সদস্য ব্যারিস্টার খোন্দকার রেজা-ই রাকিব, ব্যারিস্টার খোন্দকার রেজা-ই রাব্বী ও ব্যারিস্টার ইমরানুল কবীর।

ব্যারিস্টার মেজবাহুর রহমান বলেন, ‘গত ৫ জুন ডেইলি স্টারকে আমরা আইনি নোটিস পাঠাই। নোটিসে বলেছিলাম, মেয়র তাপসকে নিয়ে মানহানিকর লেখা তাদের (ডেইলি স্টার) অনলাইন সংস্করণ থেকে সরাতে হবে। একই সঙ্গে ডেইলি স্টার কর্তৃপক্ষকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। এরপর অনলাইন সংস্করণ থেকে ওই লেখা সরিয়েছে ডেইলি স্টার। কিন্তু তারা (ডেইলি স্টার কর্তৃপক্ষ) নিঃশর্ত ক্ষমা চায়নি। শুধু বলেছে, লেখাটির কারণে কেউ কষ্ট পেয়ে থাকলে তারা দুঃখিত। এ ছাড়া ডেইলি স্টার তাদের লেখা ‘ডিফেন্ড’ করার চেষ্টা করেছে।’

তিনি বলেন, ‘শুধু দুঃখ প্রকাশ যথেষ্ট নয়। ডেইলি স্টারকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। ক্ষমা না চাইলে আগামী ১৩ জুনের পর ডেইলি স্টারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করা হবে।’

গত ৫ জুন মানহানিকর লেখা প্রকাশের অভিযোগে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও সংশ্লিষ্ট আর্টিকেলের লেখক নাজিবা বাশারকে আইনি নোটিস পাঠান ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস। নোটিসে ডেইলি স্টার কর্তৃপক্ষের কাছে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়। ব্যারিস্টার ফজলে নূর তাপসের পক্ষে ব্যারিস্টার মেজবাহুর রহমান এ নোটিস পাঠান।

নোটিসে বলা হয় : ডেইলি স্টার পত্রিকা ও এটির অনলাইন সংস্করণে একজন একটি আর্টিকেল লেখেন। এটির টাইটেল ছিল ‘বাতাস প্রবাহের জন্য গাছ কর্তন’। লেখার মধ্যে আরেকটি টাইটেল ছিল; যেখানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নাম বিকৃত করে লেখা হয়েছে ‘ধোকা সাউথ টাউন করপোরেশন’ পরিবেশবাদীর চেয়ে একধাপ এগিয়ে আছে। মেয়র শেখ ফজলে নূর তাপসের নামও বিকৃত করে লেখা হয়েছে। এমনকি ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র সম্পর্কে একটা জঘন্য মন্তব্য করা হয়েছে। বলা হয়েছে ‘উত্তরের মেয়র কুৎসিত জিনিস পছন্দ করেন, তারা নরকে পচে মরবে গাছ ও বাতাসের অভাবে।’ এ ধরনের বক্তব্য প্রচলিত ফৌজদারি আইন অনুযায়ী মানহানির পর্যায়ে পড়ে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা