× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সায়েন্সল্যাবের সংঘর্ষে ফেস্টুনে আগুন, পুলিশ বলছে উদ্দেশ্যমূলক নয়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ মে ২০২৩ ২২:৪৮ পিএম

আপডেট : ২৪ মে ২০২৩ ১২:১৮ পিএম

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ফেস্টুনে আগুন দিয়েছে পুলিশ। প্রবা ফটো

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ফেস্টুনে আগুন দিয়েছে পুলিশ। প্রবা ফটো

রাজধানীর সায়েন্সল্যাবে সংঘর্ষের সময় বিএনপি কর্মীদের কাছ থেকে ফেস্টুন কেড়ে নিয়ে পুলিশ আগুন দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে পুলিশ বলছে, বিষয়টি উদ্দেশ্যমূলক নয় বরং টিয়ার শেলের ধোঁয়া থেকে বাঁচতে একাধিক পুলিশ সদস্য ফেলে দেওয়া ফেস্টুনে আগুন ধরিয়েছেন। একই স্থানে উপস্থিত কয়েকজন সাংবাদিক ও পথচারীও ফেস্টুন এবং কাগজ কুড়িয়ে আগুন ধরিয়েছেন বলেও দাবি পুলিশের।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতা মঙ্গলবার (২৩ মে) বিকাল ৪টা ৫ মিনিটে সিটি কলজে সংলগ্ন স্টার কাবাবের সামনের রাস্তার আইল্যান্ডে ফেস্টুন পোড়ানোর ছবি প্রতিদিনের বাংলাদেশকে পাঠান। তাদের অভিযোগ, পুলিশ বিএনপি কর্মীদের কাছ থেকে ফেস্টুন কেড়ে নিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ উদ্দেশ্যমূলকভাবে এমনটা করেছেও বলে দাবি বিএনপি নেতাকর্মীদের।

জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমিপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আশরাফ হোসেন বলেন, ‘বিএনপির পূর্বঘোষিত একটি পদযাত্রা কর্মসূচি ছিল। এটি ধানমন্ডির বাংলাদেশ মেডিকেলের কাছ থেকে শুরু হয়ে সিটি কলেজ পর্যন্ত আসার কথা ছিল। পদযাত্রাটি সায়েন্সল্যাবে আসতেই শেষের সারির থেকে কিছু দুষ্কৃতকারী পুলিশের ওপর চড়াও হয়। তারা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল ছোড়ে। ব্যানারের লাঠি দিয়ে পুলিশকে পেটানোর চেষ্টা করে। এতে দায়িত্বরত কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও জনসাধারণের জানমাল রক্ষায় পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে।’

তিনি আরও বলেন, ‘টিয়ার শেলের গ্যাসে চোখ জ্বালাপোড়া করে। তাই পুলিশ হাতের কাছে যা পেয়েছে তাই দিয়ে আগুন ধরিয়ে নিজেদের গ্যাসের ঝাঁজ থেকে বাঁচানোর চেষ্টা করছে। এখানে পোস্টার পোড়ানোর কিছু হয়নি। ছবিটিতে খেয়াল করলে দেখতে পাবেন শুধু পুলিশই নয়; ক্যামেরা হাতে সাংবাদিকরাও টিয়ার শেলের ঝাঁজ থেকে বাঁচতে আগুনের কাছাকাছি অবস্থান করছেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা