× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রথম আলো সম্পাদকের বিচার দাবিতে শাহবাগ অবরোধ

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ৩০ মার্চ ২০২৩ ১৪:৫৬ পিএম

আপডেট : ৩০ মার্চ ২০২৩ ১৫:৩০ পিএম

প্রথম আলো সম্পাদকের গ্রেপ্তার ও বিচার দাবিতে শাহবাগে অবরোধ। প্রবা ফটো

প্রথম আলো সম্পাদকের গ্রেপ্তার ও বিচার দাবিতে শাহবাগে অবরোধ। প্রবা ফটো

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ‘অসত্য ও হলুদ সাংবাদিকতা’ করার অভিযোগ এনে তার গ্রেপ্তার ও বিচার দাবিতে শাহবাগে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল ১০টা থেকে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে শাহবাগে জড়ো হতে থাকেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ইউনিটের নেতাকর্মীরা। সাড়ে ১১টার দিকে শাহবাগ মোড়ে দাঁড়িয়ে রাস্তা অবরোধ করেন তারা। এতে যান চলাচল স্থবির হয়ে পড়ে। তৈরি হয় দীর্ঘ যানজটের। প্রায় এক ঘণ্টা রাস্তা অবরোধ থাকার পর দুপুর সাড়ে ১২টার দিকে সেখানে যান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির সয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। কিছুক্ষণ পরে অবরোধ উঠিয়ে নেওয়া হয়।

এ সময় সভাপতি সয়ন বলেন, ‘ছাত্রসমাজ ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়াজ তুলেছে। আমরা ছাত্রলীগ তাদের দাবিতে ঐক্যবদ্ধ হয়েছি। যেহেতু রমজান তাই বেশি দিন এই মোড় অবরোধ করে জনদুর্ভোগ বাড়াব না।’

সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, ‘১৯৭২ থেকে ’৭৪ সাল পর্যন্ত জাতির পিতাকে পরিবারসহ হত্যার যে পরিবেশ তৈরি করেছিল, এ দেশের সাম্রাজ্যবাদের একটি এশীয় দালাল এ কাজ করেছে। বর্তমান সময়েও এ ধরনের ঘটনা ঘটছে।

আমরা দেখতে পাচ্ছি স্বাধীনতা দিবসে ১০ টাকা দিয়ে একটি শিশুকে দিয়ে এ ধরনের মন্তব্য তৈরি করেছে। এটি সাংবাদিকতার নৈতিকতার সঙ্গে সাংঘর্ষিক। যারা এটি করেছে, প্রথম আলো ও সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ছাত্রলীগ একমত পোষণ করছে।’

ঢাবি ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান অমি বলেন, ‘আজকে এ অবস্থান কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীরা সমবেত হয়েছি যাতে আগামীতে তথ্যসন্ত্রাস বা গুজবসন্ত্রাস ছড়িয়ে কোনো ব্যক্তি স্বার্থ হাসিল করতে না পারে। মহান স্বাধীনতা দিবস আমাদের জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। প্রথম আলো এবং প্রথম আলোর মতো যারা হলুদ সাংবাদিকতা করে তাদের বয়কট চাই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা