× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক-এগারোর মতো নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে : বিপ্লব বড়ুয়া

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ মার্চ ২০২৩ ১৪:১৭ পিএম

আপডেট : ৩০ মার্চ ২০২৩ ১৪:২৩ পিএম

যুব মহিলা লীগের মানববন্ধনে বক্তব্য রাখছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। ছবি: আরিফুল আমিন

যুব মহিলা লীগের মানববন্ধনে বক্তব্য রাখছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। ছবি: আরিফুল আমিন

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেছেন, ‘মহান স্বাধীনতা দিবসে একটি দৈনিক পত্রিকা মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের মাধ্যমে আগামী জাতীয় নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র করছে একটি কুচক্রি মহল।’ 

বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর রাসেল স্কয়ারে বাংলাদেশ যুব মহিলা লীগের মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘আমাদের সংবিধানে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গণমাধ্যমকে একটি শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। দেশে ৫০টিরও অধিক টিভি চ্যানেল ও কয়েক শতাধিক পত্রিকা প্রতিদিন প্রকাশিত হয়। এতে প্রমাণ হয় আমাদের দেশে গণমাধ্যমের স্বাধীনতা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘দেশের একটি দৈনিক পত্রিকা স্বাধীনতা দিবসের দিনে একটি শিশুকে ১০ টাকার প্রলোভন দিয়ে বানোয়াট সংবাদ প্রকাশ করেছে। যা নিছক ভুল নয়, অপরাধও বটে। পাশের দেশের মতো যদি আমাদের দেশে একটি কমিশন বা প্রতিষ্ঠান থাকত, তাহলে প্রথম আলোর মতো একটি পত্রিকা প্রতিদিনই অপরাধী হতো।’

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বলেন, ‘সামনে জাতীয় নির্বাচন রয়েছে। কোনো কোনো মহল সে নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র করছে ঠিক ১/১১ এর মতো। যারা বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে জাতির মধ্যে উত্তেজনা সৃষ্টি করতে চায়, তাদের সম্পাদক ও প্রকাশকদের বিচারের আওতায় আনার দাবি করছি। কারণ তারা দেশবিরোধী সংবাদ প্রকাশ করছে।’

মানববন্ধনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, ‘আপনারা কি কোনো প্রেক্ষাপট তৈরি করতে চাচ্ছেন? ঠিক যেমন বাসন্তী ১৯৭৪ সালে ষড়যন্ত্র করা হয়েছিল বঙ্গবন্ধু সরকারের বিরুদ্ধে। আপনাদের এই ঘটনার দায় নিতে হবে।’

প্রথম আলোর কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, রেসিডেন্সিয়াল স্কুলে যে ছেলেটি মারা গেল তার ব্যাপারে আপনারা কী করলেন?’

যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারোয়ার বলেন, ‘দেশ যখন দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে, তখন দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে। আপনারা যদি কোনোরকম বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন, তাহলে আমরা বসে থাকব না। আমরা ষড়যন্ত্রের বিষ দাঁত উপড়ে ফেলব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা