× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘শুধু নারী নয়, পুরুষ পুলিশ সদস্যরাও ঢাকায় থাকতে আকুল’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ মার্চ ২০২৩ ১৭:৪১ পিএম

আপডেট : ১৩ মার্চ ২০২৩ ১৮:০৩ পিএম

পুলিশ লাইনসে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন এসবিপ্রধান অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম। সংগৃহীত ছবি

পুলিশ লাইনসে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন এসবিপ্রধান অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম। সংগৃহীত ছবি

পুলিশের চাকরিতে ঢাকায় থাকার যে প্রচেষ্টা, তা শুধু নারী সদস্যদের মধ্যে নয়, পুরুষ সদস্যদের মধ্যেও রয়েছে বলে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম।

তিনি বলেন, ’শুধু এসপি, কমিশনার কিংবা ডিআইজি করে পাঠালে সেটা যেখানেই হোক যেতে রাজি হয়। এর বাইরের পদে থাকা সদস্যরা প্রায়ই ঢাকায় থাকার জন্য আকুলতা প্রকাশ করেন।’

সোমবার (১৩ মার্চ) দুপুরে রাজারবাগ পুলিশ লাইনসে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

‘ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন’ প্রতিপাদ্যে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।

মনিরুল ইসলাম বলেন, ’ইন্টারনেটে সাইবার প্ল্যাটফর্মে নারীরা নিরাপদ নয়, ফলে তারা নানাভাবে হয়রানির শিকার হয়। সাইবার অপরাধের প্রভাবে নারীদের আত্মহত্যার ঘটনা পর্যন্ত ঘটেছে। বর্তমান সময়ে পুলিশের পক্ষ থেকে নারীদের সহায়তায় সাইবার স্পেসে প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। এ ছাড়াও সাইবারকেন্দ্রিক অন্যান্য ইউনিট কর্মদক্ষতায় এগিয়েছে। সাইবার স্পেসে সেফটি অ্যান্ড সিকিউরিটি নিশ্চিত করতে পারলে নারীদের জন্য বড় বাধা কেটে যাবে। পুলিশ হিসেবে আমাদের ওপর সেই দায়িত্ব বর্তায়।’ 

এসবিপ্রধান বলেন, ’ফিজিক্যাল স্পেসকে নিরাপদ করার জন্য যেভাবে আমরা কাজ করে যাচ্ছি, ঠিক তেমনিভাবে সাইবার স্পেসকেও নিরাপদ করার জন্য নিরলসভাবে কাজ করে যেতে হবে। প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ যদি বাস্তবায়ন করতে চাই, সেক্ষেত্রে নারী পুলিশ সদস্যের সংখ্যা বাড়াতে হবে। নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে, তাদেরকে নীতিনির্ধারণী পর্যায়ে আনতে হবে। পাশাপাশি নারীদের সমান সুযোগ করে দিতে হবে। এই কাজের দায়িত্ব যেমন পুরুষ সহকর্মীদের তেমন নারীদেরও আছে। নারীদেরও আগামীর অগ্রগতির জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। নিজেকে নারী হিসেবে না দেখে কর্মকর্তা হিসেবে ভাবতে হবে। তবেই আমরা এগোতে পারব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা