× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিদ্দিকবাজারে বিস্ফোরণ : ভবনের মালিক দুই ভাইসহ গ্রেপ্তার ৩

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ মার্চ ২০২৩ ১৫:২৩ পিএম

আপডেট : ০৯ মার্চ ২০২৩ ১৬:২৯ পিএম

রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় অবহেলার দায়ে ভবন মালিক ওয়াহিদুর রহমান, মতিউর রহমান ও ভবনের বেজমেন্টের স্যানিটারি দোকানের মালিক আব্দুল মোতালেব মিন্টুকে গ্রেপ্তার করা হয়েছে (বাম থেকে ডানে)। প্রবা ফটো

রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় অবহেলার দায়ে ভবন মালিক ওয়াহিদুর রহমান, মতিউর রহমান ও ভবনের বেজমেন্টের স্যানিটারি দোকানের মালিক আব্দুল মোতালেব মিন্টুকে গ্রেপ্তার করা হয়েছে (বাম থেকে ডানে)। প্রবা ফটো

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারের বিস্ফোরণে ২২ জনের প্রাণহানির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে গোয়েন্দা প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ এসব কথা জানান।

গ্রেপ্তাররা হলেন ভবনের মালিক ওয়াহিদুর রহমান, মতিউর রহমান ও ভবনের বেসমেন্টের স্যানিটারি ব্যবসায়ী আব্দুল মোতালেব মিন্টু।

পুলিশ কমিশনার হারুন অর রশীদ বলেন, ‘ভবনের আন্ডারগ্রাউন্ডে পার্কিংয়ের জায়গা না রেখে সেখানে কাঁচের স্যানিটারি ব্যবসার জন্য ভাড়া দেওয়া হয়েছিল। সেখানে কোনো ভেন্টিলেশনের ব্যবস্থা রাখা হয়নি। ভবনের নিরাপত্তা ট্যাংকও কখনও পরিষ্কার করা হয়নি। এ অবস্থায় বিস্ফোরণের দায় ভবন মালিক বা ওখানকার ব্যবসায়ীরা এড়াতে পারে না।’

তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তিনজনকেই গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অবহেলাজনিত একটি মামলা করা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এখন পর্যন্ত পাওয়া তথ্যমতে, কুইন্স স্যানেটারি মার্কেটের আন্ডারগ্রাউন্ড বিস্ফোরণের উৎসস্থল। বেসমেন্টের এই আন্ডারগ্রাউন্ড জায়গাটি রাজউকের বিধান অনুসারে খোলামেলা থাকার কথা ছিল। এতে সেখানে কোনো ত্রুটি দেখা দিলে তাৎক্ষণিকভাবে সমাধান করা যেত। এ ছাড়া বায়ু গ্যাসসহ অন্যান্য সমস্যারও সমাধান করা যেত।’

ডিবি প্রধান বলেন, ‘বাড়ির মালিক টাকার লোভে আন্ডারগ্রাউন্ডকে এক সময় রান্নাঘর হিসেবে ব্যবহার করেছেন। সেই রান্নাঘরের গ্যাসের লাইন যথাযথভাবে অপসারণ না করে তার ওপরেই সম্পূর্ণ এয়ারটাইট এসি করা নির্মাণসামগ্রীর মার্কেট বানিয়ে দিয়েছেন। দোকানের মালিক বিল্ডিং কোডের বিধান না মেনে ভাড়া নিয়ে বেসমেন্টের এক ইঞ্চি জায়গাও ফাঁকা না রেখে ডেকোরেশন করে দোকান বানিয়ে সেখানেই তার কর্মচারী ও ক্রেতা সাধারণের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছেন।  এতগুলো প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি ভবন মালিক এবং দোকানদারের স্বেচ্ছাচারিতা, লোভ এবং অবহেলার ফল। জান এবং মালের এ ব্যাপক ক্ষতির অভিযোগে ভবন মালিকসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা