× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার গুলিস্তানে ভবনে বিস্ফোরণ, নিহত ১৮

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ মার্চ ২০২৩ ১৭:৪৮ পিএম

আপডেট : ০৭ মার্চ ২০২৩ ২৩:৪৫ পিএম

হতাহতদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছবি : ইন্দ্রজিৎ ঘোষ

হতাহতদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছবি : ইন্দ্রজিৎ ঘোষ

ঢাকার সাইন্স ল্যাবে ভবনে বিস্ফোরণের রেশ কাটার আগেই এবার ভয়াবহ বিস্ফোরণ দেখল গুলিস্তানবাসী। নগরীর ব্যস্ততম সিদ্দিক বাজার এলাকায় বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে একটি সাততলা ভবনে বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ।



মঙ্গলবার (৭ মার্চ) বিকাল ৫টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমাদের ১১টি ইউনিট উদ্ধার তৎপরতা চালাচ্ছে। ১৫ জনের মরদেহ উদ্ধার করেছি। গুরুতর অবস্থায় উদ্ধার করেছি ৫৫ জনকে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।’



ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক সন্ধ্যায় সংবাদমাধ্যমকে জানান, ঘটনাস্থল থেকে ১৫ জনকে মৃত অবস্থায় আনা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কয়েকজন মারা গেছেন। এখন পর্যন্ত হাসপাতালে ১২০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালে ভর্তি আছেন ৬৭ জন। পাঁচ জনকে বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মাল্টিপল ইনজুরি, মাথায় আঘাত রয়েছে বলেও জানান তিনি। 



বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও কিছু জানায়নি ফায়ার সার্ভিস। ক্ষতিগ্রস্ত ভবনটির নিচ তলায় স্যানেটারির দোকান এবং ওপরের চারটি ফ্লোরে ব্র্যাক ব্যাংকের অফিস ছিল বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়। তবে ব্র্যাক ব্যাংকের জনসংযোগ বিভাগের কর্মকর্তা আব্দুর রহিম জানান, ‘সিদ্দিকবাজারে যে ভবনে বিস্ফোরণ ঘটেছে তার পাশের পাঁচ তলা ভবনের ওপরে চারটি ফ্লোরে ব্র্যাক ব্যাংকের গুলিস্থান শাখা এবং ব্র্যাক ব্যাংকের এসএমই সার্ভিস সেন্টার রয়েছে। বিস্ফোরণের তীব্রতায় ভবনের কাচ ভেঙে গুড়ো গুড়ো হয়ে গেছে।কাচের টুকরার আঘাতে ব্যাংকের তিনজন কর্মী আহত হয়েছেন।’

বিদ্যুতের ট্রান্সফর্মার থেকে বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।



এর দুদিন (রবিবার) আগে সাইন্স ল্যাবে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় তিনজন প্রাণ হারান। আহত হন অন্তত ১৪ জন। গুরুতরদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ফায়ার সার্ভিসের ভাষ্য, পাইপ লাইনে জমা গ্যাস থেকে বিস্ফোরণের ওই ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় প্রাণহানির পর ভবনটি পরিত্যাক্ত ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।



এর আগে গত শনিবার চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণ ও আগুনে দগ্ধ হয়ে এখন পর্যন্ত সাতজন নিহত হয়েছেন। এ ছাড়া অন্তত ৩০ আহত হয়েছেন। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা