× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সায়েন্সল্যাবে বিস্ফোরণে নাশকতার আলামত পাওয়া যায়নি : ফায়ার সার্ভিস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ মার্চ ২০২৩ ১১:৫০ এএম

আপডেট : ০৬ মার্চ ২০২৩ ১২:৩৬ পিএম

পল্লবী ফায়ার স্টেশন উদ্বোধন অনুষ্ঠান শেষে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। প্রবা ফটো

পল্লবী ফায়ার স্টেশন উদ্বোধন অনুষ্ঠান শেষে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। প্রবা ফটো

রাজধানীর সায়েন্সল্যাব এলাকার মিরপুর রোডে বাণিজ্যিক ভবনে বিস্ফোরণের ঘটনায় কোনো ধরনের নাশকতার আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

সোমবার (৬ মার্চ) সকালে মিরপুর ডিওএইচএস এলাকায় পল্লবী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন উদ্বোধনের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এর আগে সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ পল্লবী ফায়ার সার্ভিস স্টেশনের উদ্বোধন করেন।

আরও পড়ুন: সায়েন্স ল্যাবের সেই ভবন পরিত্যক্ত ঘোষণা

ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, ‘আমি সেনাবাহিনী ও তাদের বোম ডিস্পোজাল ইউনিটের সঙ্গে যোগাযোগ করেছি। আমাদের ইউনিটের সঙ্গে কথা বলেছি; ওই ঘটনায় কোনো নাশকতার আলামত পাওয়া যায়নি। এটা এখন পর্যন্ত তদন্তাধীন।’

‘আমরা ধারণা করছি, অনেকদিন এক জায়গায় জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের সূত্রপাত। এটা দুর্ঘটনা ছাড়া আমার মনে হয় অন্য কিছু নয়।’

আরও পড়ুন: সায়েন্সল্যাবে ভবনে বিস্ফোরণ: নিহত ৩, হাসপাতালে ১৩

বিস্ফোরণে পুরান ঢাকার নিমতলী ও চুরিহাট্টার মতো হতাহতের ঘটনার পরও কেমিকেল গোডাউন ও কারখানা সরানো যায়নি- এ প্রসঙ্গে ফায়ার সার্ভিসের ভূমিকা সম্পর্কে জানতে চাইলে মাইন উদ্দিন বলেন, ‘সরকার কেমিকেল গোডাউন সরানোর উদ্যোগ নিয়েছে। সরকারের নির্দেশনার পর নতুন করে ফায়ার সার্ভিস কিংবা সিটি করপোরেশন, কেউই কেমিকেল গোডাউন বা কারখানা স্থাপনের জন্য পুরান ঢাকায় কোনো এনওসি বা অনুমতি দিচ্ছে না।’

‘সেখানে যা হচ্ছে সম্পূর্ণ অবৈধ। আমাদের ফায়ার সার্ভিসের কাজ হলো তদন্ত করা, মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করা। পুরান ঢাকায় কেন এখনো কেমিকেল গোডাউন, কারখানা কিংবা বিক্রি হচ্ছে সেসব বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর ভাল বলতে পারবে।’

আরও পড়ুন: সায়েন্সল্যাবে বিস্ফোরণে উড়ে গেল ভবনের দেয়াল, আগুন

তিনি বলেন, ‘বর্তমানে পল্লবীসহ সারা দেশে ফায়ার স্টেশনের সংখ্যা ৪৯৩টি। বর্তমানে ফায়ার সার্ভিসে জনবল আছে ১৪ হাজার ৪৪৩ জন এবং ৯০ শতাংশ সরঞ্জাম আছে আমাদের, যা দিয়ে যেকোনো দুর্ঘটনায় ফায়ার ফাইটাররা সাড়া দিতে পারবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা