× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২১ ফেব্রুয়ারি ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা : র‌্যাব ডিজি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৩৩ পিএম

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৪৩ পিএম

জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে র‌্যাব ডিজি এম খুরশীদ হোসেন। প্রবা ফটো

জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে র‌্যাব ডিজি এম খুরশীদ হোসেন। প্রবা ফটো

আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারা দেশে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন।

তিনি বলেন, ‘হামলার কোনো ঝুঁকি নেই। তারপরও যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত। সামাজিক যোগাযোগমাধ্যমে সর্বোচ্চ নজরদারি রয়েছে।’

সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকালে জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে সার্বিক নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে র‌্যাব ডিজি এসব কথা বলেন।

এম খুরশীদ হোসেন বলেন, ‘আজ রাত ১২টার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন। গত দুই বছর করোনার কারণে তারা সশরীরে উপস্থিত থাকতে পারেননি। তাদের নিরাপত্তায় শহীদ মিনারসহ আশপাশের এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। এ কার্যক্রম অবশ্য শুরু হয়েছে গত ১৮ ফেব্রুয়ারি থেকে। সাদা পোশাকে র‌্যাবের অনেক সদস্য কাজ করছেন।‘

কী ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে তারও ব্যাখ্যা দেন র‍্যাব ডিজি। তিনি বলেন, ‘শহীদ মিনারে র‍্যাবের বোম ডিস্পোজাল ইউনিট ও ডগ সুইপিং দল রাখা হয়েছে। পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় র‍্যাবের স্পেশাল ফোর্স ও হেলিকপ্টার সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। শহীদ মিনারমুখী রাস্তার মোড়গুলোতে চেক পোস্ট বসানোর মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হবে। কোনো নারী যাতে ইভটিজিংয়ের শিকার না হয়, সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে।’

‘ভার্চুয়াল জগতে যেকোনো ধরনের গুজব, উস্কানিমূলক তথ্য, মিথ্যা তথ্য ছড়ানোসহ অন্যান্য সাইবার অপরাধ প্রতিরোধে র‍্যাব সাইবার মনিটরিং টিম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা