× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঠিকাদারের কাজে অবহেলা, কাউন্সিলরদের নজরদারি চান তাপস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৪১ পিএম

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৫৮ পিএম

মঙ্গলবার অনুষ্ঠিত ডিএসসিসির দ্বিতীয় পরিষদের অষ্টাদশ সভায় মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। প্রবা ফটো

মঙ্গলবার অনুষ্ঠিত ডিএসসিসির দ্বিতীয় পরিষদের অষ্টাদশ সভায় মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। প্রবা ফটো

শহরের জলাবদ্ধতা নিরসনসহ উন্নয়নমূলক কাজ সময়মতো আদায় করে নিতে ঠিকাদারদের কাজের ওপর ওয়ার্ড কাউন্সিলরদের নজরদারি বাড়াতে আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

কাউন্সিলরদের উদ্দেশে তিনি বলেছেন, গত বছর জলাবদ্ধতা নিরসনে আমরা সফলতার পরিচয় দিয়েছি। সামনে আবারও বর্ষা মৌসুম। শহরের খালগুলো পরিষ্কার করতে ইতোমধ্যে কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আপনারা দয়া করে নিজ নিজ এলাকার নিয়োজিত ঠিকাদারের কাজের ওপর নজরদারি বাড়ান। একটু নজরদারি বাড়িয়ে ঠিকাদারদের কাছ থেকে কাজ আদায় করে নিতে হবে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকায় নগর ভবনের মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে ডিএসসিসির দ্বিতীয় পরিষদের অষ্টাদশ করপোরেশন সভায় তিনি এসব কথা বলেন।

ঠিকাদারের কাজে অবহেলা হয় উল্লেখ করে মেয়র তাপস বলেন, ‘যার যার এলাকায় খাল আছে, একটু নজরদারি করে সেগুলো পরিষ্কার করিয়ে নেবেন। ঠিকাদার নিয়োগ দেওয়া আছে। কিছু সময় হয়তো অবহেলা হয়। ঠিকাদাররা এক-দুদিন কাজ করল আবার পরের দিন করল না। এ ধরনের বিষয়ও লক্ষ্য করা যায়। আপনাদের নজরদারি বাড়িয়ে কাজ আদায় করে নিতে হবে।’

জলাবদ্ধতা নিরসনের সুফল ভোগ করতে নর্দমা পরিষ্কার কার্যক্রম তদারকির ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘সব নর্দমা পরিষ্কারে ঠিকাদার নিয়োগ দিয়েছি। নর্দমা পরিষ্কারের কাজ শুরু হবে ফেব্রুয়ারির শেষে। এপ্রিল পর্যন্ত এ কাজ চলমান থাকবে।’

সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সঙ্গে কাউন্সিলরদের কাজ সমন্বয় করার আহ্বান জানিয়ে ব্যরিস্টার তাপস বলেন, ‘সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করে নিজ ওয়ার্ডের নর্দমা পরিষ্কার করিয়ে নেবেন। কোথায় কোথায় বর্জ্য জমে ভরাট হয়ে গেছে, তা আপনাদের নখদর্পনে আছে। অবশ্যই সেগুলো পরিষ্কার করিয়ে নিতে হবে।’

এদিকে মেয়াদকাল অতিক্রম করায় সভায় স্থানীয় সরকার সিটি করপোরেশন আইন, ২০০৯-এর ৫০(১) ধারা অনুযায়ী অর্থ ও সংস্থাপনবিষয়ক স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়। এতে সাধারণ আসনে ৪২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ সেলিমকে সভাপতি ও ৮ নম্বর ওয়ার্ডের মো. সুলতান মিয়া, ২৭ নম্বর ওয়ার্ডের ওমর বিন আব্দুল আজিজ, ১৯ নম্বর ওয়ার্ডের আবুল বাশার, ৪ নম্বর ওয়ার্ডের মো. জাহাঙ্গীর হোসেন, ৪৯ নম্বর ওয়ার্ডের বাদল সরদার এবং সংরক্ষিত আসনের মধ্যে ১৪ নম্বর আসনের লাভলী চৌধুরী, ২০ নম্বর আসনের নাছরিন আহমেদ ও ১৭ নম্বর আসনের সাথী আক্তারকে পুনর্গঠিত কমিটির সদস্য হিসেবে নাম প্রস্তাব করেন মেয়র ব্যারিস্টার তাপস। পরে কাউন্সিলররা তা অনুমোদন দেন।

সভায় অন্যান্যের মধ্যে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, পরিবহন মহাব্যবস্থাপক মো. হায়দার আলী, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা