× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধলপুরে উচ্ছেদ অভিযানে ডিএসসিসি

আশ্বাসেও উৎকন্ঠায় তেলেগু সম্প্রদায়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৫৯ পিএম

ধলপুরে ডিএসসিসির উচ্ছেদ অভিযান। প্রবা ফটো

ধলপুরে ডিএসসিসির উচ্ছেদ অভিযান। প্রবা ফটো

রাজধানীর ধলপুরে সরকারি জমি উদ্ধার করতে উচ্ছেদ অভিযানে নামছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। রবিবার (১২ ফেব্রুয়ারি) থেকে শুরু হবে এ অভিযান। সেখানকার এসব সরকারি জমিতে বাস করে তেলেগু সম্প্রদায়ের অনেক পরিবার। এসব পরিবারকে উচ্ছেদ করা হবে না বলে আশ্বাস দিয়েছে ডিএসসিসি। তবে সংস্থাটির আশ্বাসের পরও উৎকন্ঠায় রয়েছেন তেলেগু সম্প্রদায়ের বাসিন্দারা।

ডিএসসিসি সূত্রে জানা যায়, ধলপুরের ১৪ নম্বর আউটফলে প্রায় ১৬ একর জমি রয়েছে। যা দখল করে স্থাপনা নির্মাণ করেছেন অনেকে। এগুলো উচ্ছেদ করে সেখানকার ৬ একর জায়গার মধ্যে পরিচ্ছন্নতাকর্মীদের বাসস্থান তৈরি করা হবে। সেখানে তেলেগু সম্প্রদায়ের লোকজন থাকবে। এরমধ্যে বেশ কয়েকটি পরিবারকে আশপাশে ঘর দেওয়া হয়েছে। বাকিদের অস্থায়ীভাবে ঘর দেওয়ার প্রক্রিয়া চলছে। বাকি ১০ একর জায়গায় ডিএসসিসির পরিবহন পুলের গাড়ির গ্যারেজ বানানো হবে।

পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ধলপুরের ১৪ নম্বর আউটফল এলাকাটি স্থানীয়দের কাছে মেথর পট্টি হিসেবে পরিচিত। যারা সিটি করপোরেশনে চাকরি করে তাদের আবাসনের ব্যবস্থা করেছে ডিএসসিসি। বাকিদের অন্যত্র সরে যেতে বলেছে সংস্থাটি। তাই তেলেগু সম্প্রদায়ের অনেক নিজেদের মালামালি গুটিয়ে অন্যত্র চলে যাচ্ছেন।

অভিযানের খবরে শনিবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে মানবন্ধন করেন তেলেগু সম্প্রদায়ের নেতারা। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারাও এতে উপস্থিত ছিলেন। মানবন্ধন শেষে ডিএসসিসি মেয়রসহ সংশ্লিষ্টদের সঙ্গে সাক্ষাৎ করেন তারা। সাক্ষতে তেলেগু সম্প্রদায়কে উচ্ছেদ করা হবে না বলে সংশ্লিষ্টরা আশ্বাস দিয়েছেন। 

তেলেগু সম্প্রদায়ের অভিযোগ, ধলপুরে ওই জায়গায় তাদের ১৫০ পরিবার বসবাস করে। বিভিন্ন মহল থেকে উচ্ছেদ না করার আশ্বাস পাওয়া গেলেও অনেকেই আতঙ্কে আছেন।

এ বিষয়ে তেলেগু কমিউনিটি ডেভলপমেন্ট সোসাইটির সদস্য সচিব ইউ.কে নন্দম জয় প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বলা হচ্ছে, আমাদের উচ্ছেদ করা হবে না। বিশ্বস্ত জায়গা থেকে আশ্বাস পেয়েছি। যেহেতু উচ্ছেদ অভিযান হবে, তাই অনেকেই আতঙ্কে আছেন।

জানতে চাইলে ডিএসসিসি অঞ্চল-৫ এর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, অনেক আগে উচ্ছেদের ঘোষণা দেওয়া হয়েছে। রবিবার থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। অনেক পরিচ্ছন্নতাকর্মীর আবাসনের ব্যবস্থা করেছি। বাকিদেরও আবাসনের ব্যবস্থা করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা