× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাসপোর্ট অফিসে হয়রানি, দালাল চক্রের ২৬ জনের কারাদণ্ড

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৩৩ পিএম

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩ ২১:২৭ পিএম

আগারগাঁও পাসপোর্ট অফিস এলাকায় অভিযান চালিয়ে দালাল চক্রের ২৬ জনকে গ্রেপ্তার। প্রবা ফটো

আগারগাঁও পাসপোর্ট অফিস এলাকায় অভিযান চালিয়ে দালাল চক্রের ২৬ জনকে গ্রেপ্তার। প্রবা ফটো

রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে ২৬ জনকে গ্রেপ্তারের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হাসান বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে এ অভিযান পরিচালনা করেন। 

র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. ফজলুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংঘবদ্ধ একটি দালাল চক্র আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে এবং পাশের একটি ব্যাংকে টাকা জমা দেওয়ার লাইনে দাঁড়ানো পাসপোর্ট প্রার্থীদের বিভিন্নভাবে প্রলুব্ধ করে। এ সময় তারা ফরম পূরণ, ফরম সত্যায়ন, ব্যাংকে ফি জমা, কাগজপত্র ঘাটতি, ভুল বা ভুয়া কাগজপত্র, এমনকি পাঁচ থেকে ছয় হাজার টাকায় ভেরিফিকেশন ছাড়া অতি দ্রুত পাসপোর্ট তৈরির সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার কথা বলে। কর্তৃপক্ষ সতর্কীকরণ পদক্ষেপ গ্রহণের পরও সাধারণ মানুষকে হয়রানি করে আসছিল তারা। এরই ধারাবাহিকতায় রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের আশপাশের এলাকায় বিশেষ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে র‌্যাব।

র‌্যাব জানায়, গ্রেপ্তার ২৬ জনের স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

র‌্যাবের সহকারী পরিচালক ফজলুল হক বলেন, ‘গ্রেপ্তার হওয়া সবাই নিজস্ব কোনো কাজে পাসপোর্ট অফিস এলাকায় আসে নাই। তারা টাকার বিনিময় অন্যদের কাজে সহযোগিতা করতে এসেছে। ম্যাজিস্ট্রেট এই অনিয়মের জন্য তাদের বিভিন্ন মেয়াদে করাদণ্ড দেন। আসামিদের সর্বনিম্ন সাত দিন থেকে শুরু করে সর্বোচ্চ এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের কেরানীগঞ্জ কারাগারের পাঠানো হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা