× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবাসিক ভবনে বিদ্যুতের বাণিজ্যিক সংযোগ বিচ্ছিন্ন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৩৬ পিএম

রাজধানীর কিছু এলাকায় আবাসিক ভবনে বাণিজ্যিক ব্যবহার বন্ধে গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান চালাচ্ছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)। প্রবা ফটো

রাজধানীর কিছু এলাকায় আবাসিক ভবনে বাণিজ্যিক ব্যবহার বন্ধে গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান চালাচ্ছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)। প্রবা ফটো

রাজধানীর কিছু এলাকায় আবাসিক ভবনে বাণিজ্যিক ব্যবহার বন্ধে গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান চালাচ্ছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)। বুধবার (১ ফেব্রুয়ারি) গুলশান ও বনানীতে তিনটি এমন ভবনের বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করা হয়। 

ডেসকো সূত্র বলছে, চিহ্নিত ১৭৮টি ভবনের মধ্যে এখন পর্যন্ত ২৮টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ধারাবাহিকভাবে এ অভিযান চলাবে প্রতিষ্ঠানটি।

ডেসকোর উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘এই প্লটগুলো আবাসিক পরিকল্পনায় নির্মাণ করা হলেও তাতে বাণিজ্যিক বিদ্যুৎ সংযোগ ব্যবহার করা হচ্ছিল। আমরা আবাসিক ভবনে বাণিজ্যিক সংযোগ ব্যবহার না করার জন্য আগে থেকেই গ্রাহকদের নোটিশ দিয়ে আসছি। তারা যেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমতিপত্র গ্রহণ করে। তবে নির্দিষ্ট সময়ের পরেও যারা অনুমতিপত্র জমা দেননি, তাদের সংযোগগুলো আজ বিচ্ছিন্ন করা হচ্ছে।’

অভিযানে গুলশানে দুটি ও বনানীতে একটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এর আগে গ্রাহকদের রাজউকের বাণিজ্যিক ভবনে ব্যবহারের সার্টিফিকেট গ্রহণের নোটিশ দেওয়া হয়েছিল। অন্যথায়, সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে জানানো হয়।

ডেসকোর একজন কর্মকর্তা বলেন, ২০১৫ সালে রাজউক আইন অনুযায়ী আবাসিক ভবনে বাণিজ্যিক বিদ্যুৎ সংযোগ দেওয়ার কোনো বিধান নেই। রাজউক নীতিমালা জারির পর ডেসকো গ্রাহকদের আবাবিক ভবনগুলোর বাণিজ্যিক অনুমোদন নেওয়ার জন্য নোটিশ দেয়। তবে কোনো কোনো ক্ষেত্রে গ্রাহক আদালতের আদেশ নিয়ে সংযোগ বিচ্ছন্ন করার সময় বাধা সৃষ্টি করে। যেসব ভবনগুলোর আইনী জটিলতা দূর করা সম্ভব হয়েছে সেই ভবনগুলোর সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা