× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘মানুষ এখন কম রান্না করে, দেখেন না দোকানে ক্রেতা নাই’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:১১ পিএম

সংগৃহীত ফটো

সংগৃহীত ফটো

বিদ্যুতের দাম আবারও বাড়াল সরকার। এ দফায় খুচরায় দাম বেড়েছে ৫ শতাংশ ও পাইকারিতে ৮ শতাংশ। খুচরা পর্যায়ে দাম বাড়ানোর কারণে সাধারণ মানুষের বিদ্যুৎ বিল যেমন বাড়বে, তেমনি বাড়বে শিল্প ও বাণিজ্যিক খাতে উৎপাদন খরচ, যা পরোক্ষভাবে মানুষের ব্যয় বাড়িয়ে দেবে। বিদ্যুতের দাম বাড়ার ফলে এরই মধ্যে মানুষের জীবনে পড়তে শুরু করেছে এর প্রভাব। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জীবনে।

এমনই একজন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার রহিম শেখ। রাজধানীর ধানমন্ডিতে ভ্যানে সবজি বিক্রি করেন। সঙ্গে নিয়েছেন বিয়াই সাঈদ শেখকে। বুধবার (১ ফেব্রুয়ারি) রহিম শেখ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘এক সপ্তাহ আগে দৈনিক ১০ হাজার টাকার সবজি বিক্রি করা যেত কিন্তু এখন ৫ থেকে ৭ হাজার টাকা বিক্রি করা যায়। মানুষ এখন কম রান্না করে। দেখেন না দোকানে ক্রেতা নেই।’

পাঁচ সদস্যের পরিবার নিয়ে ঢাকায় থাকেন জমিলা খাতুন। তিনি বলেন, ‘ঘরভাড়া ৮ হাজার টাকা। এক ছেলে এইচএসসি পরিক্ষার্থী। পাঁচ জনের সংসারে মাসে ১৫ থেকে ১৭ হাজার টাকা খরচা হয়। আমি একটি বাসায় কাজ করি ও স্বামী সবজি বিক্রি করেন। এখন চলা কঠিন হয়ে যাচ্ছে, কারণ জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে।’

মো. মেহেদি হাসান একটি বেসরকারি প্রতিষ্ঠানের গাড়ি চালক। তিনি বলেন, ‘গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ায় আমার সংসার খরচ বেড়েছে অন্তত দুই হাজার টাকা। কিন্তু বেতনতো বাড়েনি।’

বিক্রমপুরের আনসার আলী একটি বেসরকারি হাসপাতালে ৯ হাজার টাকায় দারোয়ানের চাকরি করেন। গ্যাস-বিদ্যুৎ ও তেলের দাম বাড়ায় তার সংসারের খরচ কিভাবে চলে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার সংসারে এক মেয়ে ও স্ত্রী। ৯ হাজার টাকা থেকে ঢাকায় খাওয়া-দাওয়ার পর বাড়িতে আগে ৫ থেকে ৬ হাজার টাকা পাঠাতাম। এখনতো আমারই খরচ বাড়বে। বাড়িতে টাকা পাঠাব কীভাবে।’

রিকশা চালক জমশেদ জানান, দৈনিক তার আয় হয় এক হাজার টাকা। নিজের ব্যয়, থাকা-খাওয়া ও রিকশার জমা বাবদ চারশ টাকার মতো খরচ হয়। ৫ জনের সংসার তার। বাড়ি গাইবান্ধায়। বলেন, ‘রিকশা ভাড়া বাড়েনি। এখন ভাড়া বাড়ালে মানুষ মাইর দিবে। কিন্তু উপায় কী, মানুষ রিকশাতেও কম উঠে। টাকা বাঁচাতে হেঁটেই পথ ধরে।’

সেন্ট্রাল রোডের মুদি দোকানদার লিমন বলেন, ‘চিনি বস্তাতে বেড়েছে ৮০ টাকা, মসুর ডাল ৭০ টাকা। এই দাম শুধু স্থানীয়ভাবে। এখন আড়ৎদাররাও বাড়াবে। সামনে দেখবেন ঘূর্ণিঝড় হবে। মানুষের পকেটে টাকা না থাকায় খিটখিটে হয়ে যাবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা