× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোটারদের কেন্দ্রে আনতে মাইকিং করা সেরা কৌতুক : মির্জা আব্বাস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৪১ পিএম

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:২৭ পিএম

বিএনপির পদযাত্রা কর্মসূচিতে দলটির নেতাকর্মীরা। প্রবা ফটো

বিএনপির পদযাত্রা কর্মসূচিতে দলটির নেতাকর্মীরা। প্রবা ফটো

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে ভোটারদের কেন্দ্রে আসার জন্য পুলিশের মাইকিং করাকে সেরা কৌতুক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বুধবার (১ ফেব্রুয়ারি) বেলা আড়াইটায় রাজধানীর কমলাপুর স্টেডিয়ামসংলগ্ন সড়কে দলটির নীরব পদযাত্রা শুরুর আগে দেওয়া বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি। 

বিএনপির ছেড়ে দেওয়া জাতীয় সংসদের ছয়টি আসনের নির্বাচন হচ্ছে আজ। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে নির্বাচন করছেন এই আসনেরই বিএনপির সাবেক এমপি উকিল আবদুস সাত্তার। মূল্যায়ন করা হয় না অভিযোগ করে বিএনপি থেকে পদত্যাগের পর নির্বাচনে অংশ নেওয়ায় তাকে বহিষ্কার করে দল। 

ব্রাহ্মণবাড়িয়ার নির্বাচন প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, ‘ভোটকেন্দ্রগুলোতে ভোটার নেই। এক কেন্দ্রে কয়েকটি কুকুরকে ঘুমিয়ে থাকতে দেখা গেছে। তাদের ভোট নেই। ভোট যদি থাকত, তাহলে কী হতো!’

তিনি বলেন, ‘খবর এসেছে, একটা কেন্দ্রে নাকি কোনো ভোটার নেই। তাই পুলিশ মাইকিং করছে ভোটকেন্দ্রে যেন ভোটাররা আসে। সেরা কৌতুক। আমার জীবনেও এমন শুনিনি।’ 

বিএনপির এই নেতা বলেন, ‘আওয়ামী লীগ কিন্তু পায়ের আওয়াজ পেয়ে গেছে। ওরা আসছে। কারা আসছে? ওরা গণতন্ত্র চায়, ভোটাধিকার চায়, জনগণের অধিকার চায়।’

মির্জা আব্বাস বিএনপির পদযাত্রা নিয়ে আওয়ামী লীগ নেতাদের তুচ্ছ-তাচ্ছিল্যের কথা উল্লেখ করে বলেন, ‘তারা বলছে, এটা নাকি মরণযাত্রা। এ নিয়ে আমাদের নেতারা অনেক কথা বলেছেন। আমি বলব, এটা তাদের শবযাত্রা।’  

তিনি বলেন, ‘আসলে আমরা চিৎকার করলেও আওয়ামী লীগ ভয় পায়, নীরব থাকলেও ভয় পায়। নীরব থাকলে ভয় পাওয়ার কী আছে! বলবেন, বিএনপি নীরব হয়ে গেছে।’

সরকারকে বিদায় করার আহ্বান জানিয়ে আব্বাস বলেন, ‘অবৈধ এই দানব আমাদের ঘাড়ে চেপে বসে আছে। এই দানবকে ঘাড় থেকে ঝেড়ে ফেলতে হবে। তাকে ঘাড়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়।’  

এতে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, সদস্য সচিব রফিকুল আলম মজনু। 

পদযাত্রায় উপস্থিত আছেন বিএনপি নেতা খায়রুল কবির খোকন, মীরা সরফত আলী সপু, আব্দুস সালাম আজাদ, মীর নেওয়াজ আলী নেওয়াজ, ডা. রফিকুল ইসলাম, নবী উল্লাহ নবী, কাজী আবুল বাশার, লিটন মাহমুদ, সাইফুল আলম নিরব, যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত নীরব পদযাত্রাটি কমলাপুর স্টেডিয়াম থেকে শুরু হয়ে খিলগাঁও মোড় হয়ে মালিবাগ বাজার অভিমুখে যাচ্ছে। এর মাধ্যমে শেষ হবে রাজধানীতে বিএনপির চার দিনের পদযাত্রা কর্মসূচি। 

তার আগে গত শনিবার (২৮ জানুয়ারি) রাজধানীর বাড্ডা থেকে রামপুরা হয়ে আবুল হোটেল, সোমবার (৩০ জানুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ী থেকে জুরাইন রেলগেট এবং মঙ্গলবার গাবতলী থেকে মিরপুর ১০ নম্বর গোল চত্বর পর্যন্ত পদযাত্রা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা