× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নুহা-নাবাকে আলাদা করার প্রক্রিয়া শুরু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৩ ২৩:৫১ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মেরুদণ্ড জোড়া লাগানো শিশু নুহা ও নাবার শরীরে প্রথম ধাপের অস্ত্রোপচার হয়েছে।  সংগৃহীত ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মেরুদণ্ড জোড়া লাগানো শিশু নুহা ও নাবার শরীরে প্রথম ধাপের অস্ত্রোপচার হয়েছে। সংগৃহীত ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) মেরুদণ্ড জোড়া লাগানো শিশু নুহা ও নাবার শরীরে প্রথম ধাপের অস্ত্রোপচার হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) রাত ৯টা থেকে ভোর ৩টা পর্যন্ত চিকিৎসকরা তাদের অস্ত্রোপচার করেন। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএসএমএমইউ কর্তৃপক্ষ। 

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দুই শিশু এখন সুস্থ আছে। অস্ত্রোপচারের নেতৃত্ব দেন বিএসএমএমইউর নিউরো সার্জারি বিভাগের প্রধান মোহাম্মদ হোসেন। প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, অস্ত্রোপচারের মাধ্যমে নুহা ও নাবার শরীরে টিস্যু বর্ধনকারী যন্ত্র ‘এক্সপান্ডা’ প্রতিস্থাপন করা হয়েছে। দুই শিশুকে আলাদা করার মূল অস্ত্রোপচারের আগে তাদের প্রস্তুত করতে আরও তিনটি অপারেশন করতে হবে। এর প্রথমটি সফলভাবে সম্পন্ন হয়েছে। 

বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ জানান, নুহা ও নাবার চিকিৎসার সার্বক্ষণিক খবর নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই শিশুর সুচিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। 

কুড়িগ্রাম জেলার কাঁঠালবাড়ী এলাকার এক পরিবহন শ্রমিকের মেয়ে নুহা ও নাবার জন্ম গত বছরের ২১ মার্চ। গত এপ্রিলে বিএসএমএমইউর সার্জারি অনুষদের ডিন ও নিউরো স্পাইন সার্জন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেনের অধীনে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা