× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধূমপানের বিরুদ্ধে বহুমুখী পদক্ষেপ জরুরি : ডেপুটি স্পিকার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৩ ১৯:২৭ পিএম

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩ ২০:১২ পিএম

রাজধানী বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘তামাক নিয়ন্ত্রণ আইন ও সমসাময়িক ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু। প্রবা ফটো

রাজধানী বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘তামাক নিয়ন্ত্রণ আইন ও সমসাময়িক ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু। প্রবা ফটো

ধূমপান ও মাদকমুক্ত করার যে ঘোষণা প্রধানমন্ত্রী দিয়েছেন তা বাস্তবায়নে সবাইকে এক যোগে কাজ করার আহ্বান জানিয়েছেন ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু।

তিনি বলেন, ‘বাংলাদেশকে ধূমপান ও মাদকমুক্ত করতে হলে বিদ্যমান আইনকে আরও শক্তিশালী করার পাশাপাশি এর বিরুদ্ধে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মাঝে দেশকে ধূমপান ও মাদকমুক্ত করার ঘোষণা দিয়েছেন। তার এ সিদ্ধান্ত বাস্তবায়নে তৃণমূল থেকে সব স্তরে জনসচেতনতা বৃদ্ধি ও সবাইকে একযোগে কাজ করে যেতে হবে।’

মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাজধানী বিশ্বসাহিত্য কেন্দ্রে উন্নয়ন সমন্বয়ের উদ্যোগে আয়োজিত ‘তামাক নিয়ন্ত্রণ আইন ও সমসাময়িক ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, ‘বাংলাদেশকে ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশে রূপান্তর করতে হলে ধূমপান ও মাদকমুক্ত, সুস্থ্য ও কর্মক্ষম মানব-সম্পদ তৈরি করতে হবে। ধূমপায়ী বনাম অধূমপায়ীদের একটি যুদ্ধ চলছে। এ যুদ্ধে জয়ী হওয়ার মাধ্যমেই বৈশ্বিক প্রেক্ষাপটে কাঙ্ক্ষিত ডেমোগ্রাফিক ডিভিডেন্টের সুবিধা নেওয়া সম্ভব।’

বক্তব্যে বর্তমান সরকারের সাফল্য তুলে ধরেন মো. শামসুল হক টুকু। তিনি বলেন, ‘একসময় মানুষ ডিজিটাল বাংলাদেশ কল্পনা করতে পারেনি, বর্তমানে তা বাস্তব। এখন স্মার্ট বাংলাদেশের দিকে দেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী ডেল্টা প্রকল্প উপস্থাপন করেছেন। সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। আশা করি ২০৪১ সালের মাঝে আমরা তামাকমুক্ত হতে পারব।’

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. আব্দুল আজিজ, মোহাম্মদ সাহিদুজ্জামান, প্রাণ গোপাল দত্ত ও শামসুন নাহার প্রমুখ। 

এ ছাড়া ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিড়সের (সিটিএফকে) লিড পলিসি অ্যাডভাইজার মোস্তাফিজুর রহমান, হার্ট ফাউন্ডেশন হাসপাতালের অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী, বাংলাদেশ ক্যান্সার সোসাইটির প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. গোলাম মহিউদ্দিন ফারুক, বিইআরের প্রকল্প ব্যবস্থাপক হামিদুল ইসলাম হিল্লোল উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা