× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিক্ষোভ করতে নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৩ ১৩:০৭ পিএম

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩ ১৩:১৪ পিএম

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে নেতাকর্মীরা।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে নেতাকর্মীরা।

বিক্ষোভ সমাবেশে যোগ দিতে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। 

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি আদায়ে বুধবার (২৫ জানুয়ারি) দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে ঢাকায় এ সমাবেশ শুরু হবে দুপুর ২টায়। 

বিএনপির মিত্র দলগুলোও ঢাকায় বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করবে। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেছে গণতন্ত্র মঞ্চ ও বাম গণতান্ত্রিক বাম ঐক্য। আরামবাগে পার্টি কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে মোস্তফা মোহসীন মন্টুর নেতৃত্বাধীন গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি।

বাকশাল প্রতিষ্ঠার দিন ২৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ আখ্যা দিয়ে ঢাকার বাইরে দেশের সব মহানগর ও জেলা সদরে এ বিক্ষোভ সমাবেশ রয়েছে।

বিএনপি জানায়, দাবি আদায়ে আগামী ৪ ফেব্রুয়ারি সব মহানগর ও জেলায় নতুন বিক্ষোভ কর্মসূচির ঘোষণা আসতে পারে।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত রাজধানীর সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান ও সেলিমা রহমান বিশেষ অতিথি থাকবেন।

যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ঢাকা জেলা বিএনপিরও বিক্ষোভ কর্মসূচি পালনের কথা রয়েছে। তবে ২৫ জানুয়ারি বুধবার গাজীপুরে প্রধানমন্ত্রীর দুটি কর্মসূচি থাকায় পুলিশ ঢাকা জেলার কোথাও সমাবেশের অনুমতি দেয়নি বলে জানান স্থানীয় বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী।

বিএনপি দপ্তর থেকে জানানো হয়, ঢাকার বাইরে মহানগর ও জেলার বিক্ষোভ কর্মসূচির প্রায় ১১টি স্থানে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে গয়েশ্বর চন্দ্র রায় বরিশালে, আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে, ইকবাল হাসান মাহমুদ টুকু রাজশাহীতে, ভাইস চেয়ারম্যানদের মধ্যে বরকত উল্লাহ বুলু গাজীপুরে, মো. শাহজাহান কুমিল্লায়, অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন সিলেটে, শামসুজ্জামান দুদু ময়মনসিংহে, অ্যাডভোকেট আহমেদ আজম খান রংপুরে, নিতাই রায় চৌধুরী খুলনায় এবং যুগ্ম মহাসচিবদের মধ্যে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল নারায়ণগঞ্জে ও হাবিব উন নবী খান সোহেল ফরিদপুরে দলের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বিভাগীয় সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদকরা কর্মসূচিগুলো সমন্বয় করবেন। তারা তাদের সুবিধা অনুযায়ী ইউনিটের কর্মসূচিতে উপস্থিত থাকবেন।

বিএনপির মিত্র দলগুলোর মধ্যে ১২-দলীয় জোট রাজধানীর বিজয়গর পানির ট্যাংকির নিচে বেলা ৩টায়, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এফডিসিসংলগ্ন পার্টি অফিসের সামনে বেলা আড়াইটায়, জাতীয়তাবাদী সমমনা জোট জাতীয় প্রেস ক্লাবের সামনে বেলা ৩টায় বিক্ষোভ করার কথা জানিয়েছে তাদের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা