× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাটারায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ জুলাই ২০২৫ ১৫:৫৭ পিএম

ভাটারায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার

রাজধানীর ভাটারা থানার খিলবাড়িরটেক এলাকার একটি বাসা থেকে অজ্ঞাতপরিচয় (২২) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৬ জুলাই) দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাজ্জাদ হোসেন জানান, খবর পেয়ে খিলবাড়িরটেক ৬২০ নম্বর বাড়ির চারতলার একটি ফ্ল্যাটের ড্রয়িংরুম থেকে মরদেহ উদ্ধার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান,  গত ৪ জুলাই রাত ৯টার দিকে স্বামী-স্ত্রী পরিচয়ে এক যুগল বাসাটি ভাড়া নেয়। পরদিন সকালে বাসার মালিক ফ্ল্যাটের দরজা খোলা দেখতে পান। ভেতরে গিয়ে তিনি ফ্লোরে পড়ে থাকা নারীর নিথর দেহ দেখতে পায়। পরে তিনি পুলিশে খবর দেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যার পর ঘাতক পালিয়ে গেছেন।মরদেহে পচন ধরেছে। তাই মৃত্যুর সঠিক সময় ও কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে পুলিশ। এ ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ঘাতককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা