× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজধানীর পৃথক এলাকা থেকে ২ নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ জুলাই ২০২৫ ১৪:৫০ পিএম

রাজধানীর পৃথক এলাকা থেকে ২ নারীর  ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর খিলগাঁওয়ে তিলপাপাড়া ও বাড্ডা আনন্দ নগর এলাকা থেকে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ।

রবিবার (৬ জুলাই) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মৃতরা হলেন, আনিসা আক্তার লাইজু (২১) ও ইয়াসমিন আক্তার রিমা (২৯)।

মৃত আনিসার বাবা মুজিবুর রহমান বলেন, ‘আমার মেয়ের দেড় মাস আগে ফয়সাল আহমেদের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়। আমার মেয়ে তেজগাঁও মহিলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল।আমরা জানতে পেরেছি, পারিবারিক কলের জেরে স্বামী-স্ত্রী কথা কাটাকাটির একপর্যায়ে আমার মেয়ে অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।’

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আল-আমিন বলেন, ‘আমরা খবর পেয়ে খিলগাঁও তিলপাপাড়া একটি বাসা থেকে আনিসা আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা জানতে পেরেছি স্বামী-স্ত্রীর পারিবারিক কলহের জেরে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁসি দেয় সে। পরে আমাদের খবর দিলে আমরা গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠিয়েছি। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

অপরদিকে, বাড্ডা আনন্দ নগর এলাকায় গলায় ফাঁস দিয়ে ইয়াসমিন আক্তার রিমা নামে এক নারী আত্মহত্যা করেছেন। 

এ বিষয়ে বাড্ডা থানার উপ-পরিদর্শক (এস আই) ফাতেমা সিদ্দিকিয়া সোমা বলেন, ‘আমরা খবর পেয়ে বাড্ডা আনন্দনগর এলাকার একটি বাসা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা পরিবারে সঙ্গে কথা বলে জানতে পারি ইয়াসমিন একটা কোম্পানিতে চাকরি করতেন। সম্প্রতি তিনি মানসিক হতাশাগ্রস্থ হয়ে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে  আত্মহত্যা করেছেন। তবে, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

মৃতের গ্রামের বাড়ি বরিশাল জেলার গৌরনদী থানার হযরত বাইতগাতি এলাকার মমিনুল হকের মেয়ে। বর্তমানে বাড্ডার আনন্দনগর এলাকার দাগ নং ১৬৮২ নম্বর বাসায় স্বামী শাহ- আলম বেপারীর সঙ্গে থাকতেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা