× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বনানীতে বারে ‘হামলা’, যুবদল নেতার বিরুদ্ধে মামলা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ জুলাই ২০২৫ ২২:২০ পিএম

আপডেট : ০৩ জুলাই ২০২৫ ২২:২০ পিএম

বনানীতে বারে ‘হামলা’, যুবদল নেতার বিরুদ্ধে মামলা

রাজধানীর বনানীতে হোটেল জাকারিয়া ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট অ্যান্ড বারে হামলা ও ভাঙচুরের অভিযোগে বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনার পর যুবদল থেকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।

গত বুধবার রেস্টুরেন্টটির পক্ষ থেকে বনানী থানায় দায়ের করা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত। তিনি জানান, মনির হোসেনসহ অজ্ঞাত ২০-২৫ জনের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে।

লিখিত অভিযোগে প্রতিষ্ঠানটির ম্যানেজার আবু বক্কর সিদ্দিক জানান, গত ৩০ জুন রাত ৮টা ৫ মিনিটে মনির হোসেন রেস্টুরেন্টের ভিআইপি রুম চাইলে সেটি খালি না থাকায় তাকে দেওয়া সম্ভব হয়নি। এরপর তিনি সাধারণ টেবিলে বসে খাবার ও পানীয় অর্ডার করে ডিসকাউন্ট দাবি করেন এবং তা মেনে নেওয়া হয়। তবে চলে যাওয়ার সময় তিনি ‘দেখে নেওয়ার’ হুমকি দেন। পরে রাত ৮টা ৪০ মিনিটে ‘লিটন’ নামের একজন নিজেকে মনিরের লোক পরিচয় দিয়ে ২০-২৫ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে সঙ্গে নিয়ে রেস্টুরেন্টে ঢুকে কর্মীদের ওপর হামলা চালায় এবং ব্যাপক ভাঙচুর করে। এতে প্রায় ১০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া পুলিশকে জানালে আবার হামলা করা হবে বলেও হুমকি দেওয়া হয়।

মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার পুলিশ উপ-পরিদর্শক মো. ইয়াদুল বলেন, হোটেল জাকারিয়া ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট অ্যান্ড বারে হামলা এবং ভাঙচুরের অভিযোগে করা মামলাটি তদন্তাধীন রয়েছে।

ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দীন জুয়েল বলেন, মনির হোসেনের বিরুদ্ধে আগেও অভিযোগ এসেছে। আমরা তদন্ত করছি। দোষী প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে চলতি বছরের ২০ জানুয়ারি বনানীর ‘জল খাবার’ রেস্টুরেন্টে চাঁদা না দেওয়ায় মনির হোসেন ও তার ভাই মিজানুর রহমান আক্তারের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে।

সর্বশেষ ঘটনায় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, ‘মনির হোসেন ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার মতো ন্যক্কারজনক ঘটনায় জড়িত। তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হচ্ছে। একই সঙ্গে এ বিষয়ে পুলিশকে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা