প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুন ২০২৫ ১১:৩৭ এএম
আপডেট : ২৯ জুন ২০২৫ ১১:৩৯ এএম
রাজধানীর উত্তরায় ট্রাকের চাপায় দাঁড়িয়ে থাকা তিন পথচারী নিহত হয়েছেন।
শনিবার (২৮ জুন) রাত ৩টার দিকে উত্তরা পূর্ব থানাধীন আজমপুর মোড়ে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোহাম্মদ জাবেদ আলম খান, ফাইন উদ্দিন আহমেদ ও খাজা নাঈম হক।
আজ সকালে তাদের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. গোলাম মোস্তফা বলেন, রাত ৩টার দিকে উত্তরা আজমপুর মোড়ে সড়কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা পথচারীদের চাপা দেয়। এতে তিনজন নিহত হন। ট্রাকটি জব্দ করা হয়েছে।