প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুন ২০২৫ ১০:২৫ এএম
বছরের বেশিরভাগ সময় বায়ুদূষণে বিশ্বের শীর্ষ শহরগুলোর তালিকায় বাংলাদেশের রাজধানীকে দেখা গেলেও গত কয়েকদিন ধরে ঢাকার বাতাসের মান ‘মাঝারি’ শ্রেণিতে রয়েছে। আজও তার ব্যতিক্রম হয়নি।
রবিবার (২৯ জুন) সকাল সোয়া ৯টায় ঢাকার বাতাসের একিউআই স্কোর ছিল ৭৯, আইকিউ এয়ারের সূচকে যা ‘মাঝারি’ হিসেবেই শ্রেণিভুক্ত।
একই শ্রেণিতে অন্তর্ভুক্ত হলেও গতকালের চেয়ে ঢাকার বায়ুমানে আজ কিছুটা অবনতি হয়েছে। গতকাল প্রায় এই সময়ে ঢাকার বাতাসের একিউআই স্কোর ছিল ৫৯। সেই হিসেবে আজ দূষণের পরিমাণ ২০ পয়েন্ট বেড়েছে।
কণা দূষণের এই সূচক শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে তা ‘ভালো’ শ্রেণিবদ্ধ করা হয়। আর ৫১ থেকে ১০০ পর্যন্ত একিউআই স্কোর ‘মাঝারি’ হিসেবে বিবেচিত হয়ে থাকে।
আজ দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৮। একিউআই স্কোর ৭৭ নিয়ে ঢাকার উপরে ছিল ভারতের পশ্চিমবঙ্গের শহর কলকাতা। ১৮০ স্কোর নিয়ে বায়ুদূষণে বিশ্বের শীর্ষ শহর হিসেবে দেখা যায় উগান্ডার রাজধানী কাম্পালাকে। স্কোর ১৭১ নিয়ে তারপরই ছিল লাহোর। এ ছাড়া ১৫৯, ১৫২ ও ১২৮ নিয়ে পরের তিনটি স্থানে ছিল চিলির সান্তিয়াগো, ইন্দোনেশিয়ার জাকার্তা ও চীনের বেইজিং।
একিউআই স্কোর ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বলে গণ্য করা হয়। এই পর্যায়ে সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।
এ ছাড়া ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করে।