× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাকজেএফ’র বাংলাদেশ চ্যাপ্টার ঘোষণা

জলবায়ু পরিবর্তন চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ জুন ২০২৫ ০০:৫৪ এএম

আপডেট : ২৯ জুন ২০২৫ ০০:৫৯ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দক্ষিণ এশিয়ার জলবায়ু পরিবর্তন চ্যালেঞ্জ মোকাবেলায় এ অঞ্চলের জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গঠিত সাউথ এশিয়ান ক্লাইমেট চেইঞ্জ জার্নালিস্ট ফোরাম (সাকজেএফ)’র বাংলাদেশ চ্যাপ্টার ঘোষণা করা হয়েছে।  শনিবার রাজধানী ঢাকার একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ চ্যাপ্টারের ঘোষণা দেওয়া হয়। 

সাউথ এশিয়ান ক্লাইমেট চেইঞ্জ জার্নালিস্ট ফোরামের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট আসাদুজ্জামান  সম্রাটের সভাপতিত্বে ‘বাংলাদেশ চ্যাপ্টার ঘোষণা’ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন ভারতের সিনিয়র সাংবাদিক ও সাকজেএফ’র প্রেসিডেন্ট আশিস গুপ্ত। সাকজেএফ’র মহাসচিব কেরামত উল্লাহ বিপ্লব অনুষ্ঠান পরিচালনা করেন এবং বাংলাদেশ চ্যাপ্টারের দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।

সাকজেএফ’র বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন এম মাসুম বিল্লাহ (রিপোর্টার্স ২৪)।  দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের বিশেষ প্রতিনিধি সামছুদ্দিন ইলিয়াসকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এ ছাড়া অন্যান্য পদে যারা দায়িত্ব পালন করবেন তারা হলেন, সহ সভাপতি ইমরুল কায়েস (বাংলা ভিশন), যুগ্ম সম্পাদক সালাউদ্দিন আহমেদ রেজা (যমুনা টিভি), কোষাধ্যক্ষ জুম্মাতুল বিদা (চ্যানেল ২৪), কার্যনির্বাহী সদস্য  মো. আবু আলী (দৈনিক আমাদের সময়), মো. শাফিউল আল ইমরান (দৈনিক সংবাদ), শেখ শাহরুখ ফারহান (দ্য ডেইলি অবজারভার), মিনাক্ষী চৌধুরী (বিটিভি), সজিবুর রহমান (দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস), ইমরান হোসেন (এটিএন নিউজ) ও মিঠুন সরকার (প্রতিদিনের বাংলাদেশ)। 

অনুষ্ঠানে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের হাতে সনদ তুলে দেন সাকজেএফ’র এক্সিকিউটিভ প্রেসিডেন্ট আসাদুজ্জামান সম্রাট ও মহাসচিব কেরামত উল্লাহ বিপ্লব। দায়িত্বপ্রাপ্ত নেতারা তাদের কর্মপরিকল্পনাগুলো তুলে ধরেন এবং বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার জলবায়ু পরিবর্তন চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত কর্মপরিকল্পনার উপর গুরুত্বারোপ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা