প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুন ২০২৫ ২০:৩৪ পিএম
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার থেকে। শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যাতায়াত নির্বিঘ্ন করাসহ ঢাকা মহানগরের সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে পরীক্ষার্থী, নগরবাসী ও যানবাহন চালকদের প্রতি একগুচ্ছ নির্দেশনা দিয়েছে ডিএমপি।
মঙ্গলবার (২৪ জুন) ডিএমপি থেকে এ নিদের্শনা দেওয়া হয়।
এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার্থীরা যথেষ্ট সময় হাতে নিয়ে পরীক্ষার জন্য রওয়ানা হবেন। যে সকল পরীক্ষার্থী ব্যক্তিগত যানবাহনে পরীক্ষা কেন্দ্রে আসবেন তারা পরীক্ষা কেন্দ্রের সম্মুখে নামার পরিবর্তে কম ব্যস্ত নিকটবর্তী স্থানে নেমে পরীক্ষা কেন্দ্রে হেঁটে আসবেন। পরীক্ষা শেষে ফেরার সময়ও কেন্দ্র থেকে হেঁটে গিয়ে নিকটবর্তী কম ব্যস্ত কোন স্থান হতে গাড়িতে উঠবেন। কোন যানবাহন কোনক্রমেই পরীক্ষা কেন্দ্রের নিকটবর্তী সড়কে পার্কিং করে রাখা যাবে না (পার্কিং করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে)।
এতে আরও বলা হয়, অভিভাবকবৃন্দকে পরীক্ষা কেন্দ্রের আশেপাশের সড়কে অবস্থান না করার জন্য অনুরোধ করা যাচ্ছে (অভিভাবকবৃন্দের সড়কে অবস্থান করে যান চলাচল বিঘ্ন করা সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী অর্থদন্ড যোগ্য অপরাধ)। পরীক্ষার্থীগণের কেন্দ্রে আসা যাওয়ার সুবিধার্থে পরীক্ষা শুরুর এক ঘণ্টা পূর্বে এবং পরীক্ষা শেষের এক ঘণ্টা পর পরীক্ষার্থী ব্যতীত অন্য সকল যাত্রীগণ জরুরি প্রয়োজন ছাড়া পরীক্ষা কেন্দ্র সংলগ্ন সড়কসমূহ যথাসম্ভব পরিহার করে চলবেন। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সকলের সহযোগীতা কামনা করছে।